Advertisement
Advertisement

প্রেসিডেন্সিতে আগুন, আতঙ্কিত পড়ুয়ারা

ঘটনাস্থলে পৌঁছেছে দমকলের চারটি ইঞ্জিন৷

fire at Presidency University, 4 engines are at the spot
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:September 9, 2016 2:44 pm
  • Updated:September 9, 2016 3:13 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ফের আগুন লাগার ঘটনা ঘটল শহরে৷ শুক্রবার দুপুরে প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারের সার্ভার রুমে আগুন লাগে৷ ইতিমধ্যেই ঘটনাস্থলে পৌঁছেছে দমকলের চারটি ইঞ্জিন৷ দ্রুতগতিতে চলছে আগুন নেভানোর কাজ৷

ঠিক কী কারণে সার্ভার রুমে আগুন লাগে, তা এখনও জানা যায়নি৷ তবে এসি থেকেই আগুন লাগে বলে প্রাথমিকভাবে অনুমান করা হচ্ছে৷ গ্রন্থাগারে প্রচুর বই থাকায় আগুন ছড়িয়ে পড়ার সম্ভাবনা প্রবল৷ আগুন যাতে বেশি ছড়িয়ে পড়তে না পারে, তার জন্য বাড়ানো হতে পারে ইঞ্জিনের সংখ্যা৷ বিশ্ববিদ্যালয়ে ক্লাব চলাকালীনই আগুন লাগার ঘটনাটি ঘটে৷ ফলে ছাত্র-ছাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়ায়৷ ক্লাস রুম ও গ্রন্থাগার থেকে সবাইকে বের করে দেওয়া হয়৷ ক্ষয়ক্ষতির পরিমাণ এখনও জানা যায়নি৷

Advertisement

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement