Advertisement
Advertisement

Breaking News

পোস্তায় কাপড়ের গুদামে আগুন, এলাকায় চাঞ্চল্য

আতঙ্কিত ব্যবসায়ীরা৷

Fire at Posta godown
Published by: Sayani Sen
  • Posted:November 8, 2018 5:32 pm
  • Updated:November 8, 2018 6:04 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: পোস্তায় ফের অগ্নিকাণ্ড৷ শিবতলা লেনের একটি কাপড়ের গুদামে আগুন লেগে গিয়েছে৷ ইতিমধ্যেই ঘটনাস্থলে পৌঁছেছে দমকলের ৫টি ইঞ্জিন৷ শেষ খবর অনুযায়ী, আগুন এখনও নিয়ন্ত্রণে আসেনি৷ 

[শহরে শব্দবাজি, ডিজে রুখতে বিসর্জনেও নজর রাখবে ২৫৫টি পুলিশ পিকেট]

Advertisement

পোস্তার শিবতলার একটি গুদাম থেকে বড়বাজারের বিভিন্ন দোকানে শাড়ি সরবরাহ করা হয়৷ বুধবার সেখানে ছিল লক্ষ্মীপুজো ৷ রাতে গুদাম বন্ধ করে চলে যান মালিক৷ স্থানীয় ব্যবসায়ীরা জানিয়েছেন, বৃহস্পতিবার সকাল থেকে তালাবন্ধ গুদামটি থেকে ধোঁয়া বেরোচ্ছিল৷  ক্রমেই কালো ধোঁয়ায় ঢেকে যায় গোটা এলাকা৷ দমকলে খবর দেন স্থানীয় ব্যবসায়ীরা৷ একে একে ঘটনাস্থলে পৌঁছয় দমকলের পাঁচটি ইঞ্জিন৷ এখনও পর্যন্ত যা খবর, প্রবল ধোঁয়ায় বন্ধ গুদামটির ভিতরে ঢুকতে পারেননি দমকলকর্মীরা৷ গুদামে অগ্নিনির্বাপন ব্যবস্থা আছে কিনা, তাও বোঝা যাচ্ছে না৷ দমকলের প্রাথমিক অনুমান,  বুধবার লক্ষ্মীপুজো চলাকালীন জ্বালানো ধূপ বা মোমবাতি থেকেই এই অগ্নিকাণ্ড ঘটতে ঘটেছে৷

[শব্দদানবের তাণ্ডবে বাধা, আলোর উৎসবে শহরে আক্রান্ত পুলিশ]

দিন কয়েক আগে ক্যানিং স্ট্রিটের বাগরি মার্কেটে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছিল৷ আগুন নিয়ন্ত্রণে আনতে হিমশিম খেতে হয়েছিল দমকলকর্মীদের৷  তাই এবার আর কোনও ঝুঁকি নেয়নি দমকল৷ পোস্তার ওই গুদামটিতে পৌঁছে গিয়েছে দমকলের অতিরিক্ত ইঞ্জিন৷ দমকলকর্মীদের দাবি,  জলের জোগানও যথেষ্ট৷  উৎস খুঁজে পেলেই আগুন নেভানো সম্ভব হবে৷

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement