Advertisement
Advertisement

Breaking News

পাতিপুকুরে বিধ্বংসী আগুনে ভস্মীভূত ২০টি ঝুপড়ি

পাতিপুকুরের পাশাপাশি এদিন হাতিবাগানেও ভয়ানক আগুন লাগে।

Fire at Patipukur, create immense destruction
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:December 17, 2016 9:40 am
  • Updated:December 17, 2016 9:52 am  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ভয়াবহ আগুন কেড়ে নিল দুটি তাজা প্রাণ। শুক্রবার মাঝরাতে পাতিপুকুর রেলব্রিজের কাছে সুভাষ কলোনিতে বিধ্বংসী আগুনে পুড়ে যায় ২০টি ঝুপড়ি। আগুনে পুড়ে মৃত্যু হয় দু’জনের। এদের মধ্যে একজন মাধ্যমিক পরীক্ষার্থী ছিলেন বলে জানা গিয়েছে। ঘটনায় আহত হয়েছেন কমপক্ষে সাত জন। মধ্যরাতে এই ঘটনা ঘটলে স্বভাবতই আতঙ্ক ছড়ায়। একদিকে যখন মানুষ বেঘোরে ঘুমোচ্ছেন তখনই এই ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটে। স্থানীয়রা প্রথমে জল দিয়ে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করলেও তা ব্যর্থ হয়। পড়ে দমকলের ১৬টি ইঞ্জিন এবং বিপর্যয় মোকাবিলা দল সেখানে পৌঁছে পরিস্থিতি সামাল দেয়। যদিও দমকলের কাজ নিয়ে অভিযোগ রয়েছে সেখানকার মানুষদের। কাজ অনেক দেরিতে শুরু হওয়ায় ক্ষয়ক্ষতির পরিমাণ অনেক বেড়ে গিয়েছে বলেও দাবি করেছেন স্থানীয়রা।

দুর্ঘটনায় মৃত প্রিয়া অধিকারী মাধ্যমিক পরীক্ষার্থী। জানা গিয়েছে বাবার চোখের সামনেই সিলিন্ডার ফেটে আগুনে ঝলসে যায় প্রিয়া। ওই একই পরিবারের অন্য সদস্য নিমাই অধিকারীরও ঘুমন্ত অবস্থায় মৃত্যু হয়। সব হারিয়ে বর্তমানে রেললাইনের ধারে আশ্রয় নিয়েছেন ঝুপড়িবাসীরা।

Advertisement

পাতিপুকুরের পাশাপাশি এদিন হাতিবাগানেও ভয়ানক আগুন লাগে। মিনার্ভা থিয়েটারের কাছে একটি হোসিয়ারি কারখানায় আগুন লাগে শনিবার সকালে। ঘটনাস্থলে পৌঁছয় দমকলের ১১ টি ইঞ্জিন। ঘিঞ্জি এলাকায় আগুন লাগায়, আগুন নেভাতে প্রাথমিক সমস্যার সম্মুখীন হতে হয় দমকলকে। যদিও বর্তমানে দমকলের চেষ্টায় পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে বলে জানা গিয়েছে।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement