Advertisement
Advertisement

পার্ক স্ট্রিটের ‘দ্য ৪২’ বিল্ডিংয়ে ভয়াবহ আগুন, ছড়াল আতঙ্ক

দমকলের তিনটি ইঞ্জিনের চেষ্টায় আপাতত আগুন নিয়ন্ত্রণে।

Fire at Park Street high-rise
Published by: Sulaya Singha
  • Posted:November 17, 2018 6:04 pm
  • Updated:November 17, 2018 7:51 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ফের শহরের বহুতলে অগ্নিকাণ্ডের ঘটনায় ছড়াল আতঙ্ক। কলকাতার সবচেয়ে উঁচু বিল্ডিং ‘দ্য ৪২’-এর আট-নয় এবং দশতলায় আগুন লেগে যায়। ঘটনাস্থলে পৌঁছেছে দমকলের তিনটি ইঞ্জিন।

[শহরে প্রথম সরকারি হাসপাতালে সফল হৎপিণ্ড প্রতিস্থাপন]

পার্ক স্ট্রিট এলাকার চৌরঙ্গি রোডে নির্মীয়মাণ সুউচ্চ এই বিল্ডিংয়ে শনিবার বিকেলে কাজ চলছিল। যে কারণে বিল্ডিংয়ের বাইরে নেট লাগানো ছিল। দমকল কর্মীদের প্রাথমিক অনুমান ঝালাইয়ের ফুলকি থেকে কোনওভাবে সেই নেটে আগুন লেগে যায়। আট এবং ন’তলা থেকে আগুন ছড়িয়ে পড়ে দশতলাতেও। তবে নির্মীয়মাণ বিল্ডিং হওয়ায় কোনও প্রাণহানির ঘটনা ঘটেনি।

Advertisement

স্থানীয়রাই প্রথমে বহুতলে আগুন দেখতে পান। সঙ্গে সঙ্গে তাঁরা বিল্ডিংয়ের নিরাপত্তারক্ষীদের খবর দেন। এরপর তাঁরাই আগুন নেভানোর চেষ্টা করেন। বিল্ডিংয়ের বিদ্যুৎ সংযোগও বিচ্ছিন্ন করার চেষ্টা করতে থাকেন তাঁরা। এরপর আগুন লাগার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় দমকলের তিনটি ইঞ্জিন। আপাতত আগুন নিয়ন্ত্রণে আনার কাজ চলছে। দমকল কর্মীরা যদিও জানাচ্ছেন, ‘দ্য ৪২’-এর উপরের তলায় আগুন লাগায় তা নেভাতে বিশেষ সমস্যা হচ্ছে না। পাশাপাশি আশেপাশের বিল্ডিংয়ে আগুন ছড়িয়ে যাওয়ার সম্ভাবনাও নেই। কিন্তু ঠিক কীভাবে আগুন লাগল, তা এখনও স্পষ্ট নয়। ইতিমধ্যেই ঘটনাস্থলে পৌঁছে গিয়েছে কলকাতা পুলিশের অ্যাম্বুল্যান্সও। হাজির হয়েছেন মেয়র শোভন চট্টোপাধ্যায়ও। কীভাবে আগুন লাগল, তা খতিয়ে দেখা হচ্ছে।

[সমুদ্রপাড়ে থিয়েটার উপভোগ করতে এই জায়গায় আপনাকে যেতেই হবে]

উল্লেখ্য, দিন কয়েক আগেই পার্ক স্ট্রিটের এপিজে হাউসে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় আতঙ্ক ছড়ায়। আগুনে ভস্মীভূত হয়ে যায় বিপুল টাকার সরঞ্জাম। তবে কোনও প্রাণহানি ঘটেনি। কিন্তু বাগরি মার্কেট থেকে শুরু করে ‘দ্য ৪২’, একের পর এক অগ্নিকাণ্ডের ঘটনায় ক্রমেই নিরাপত্তাহীনতায় ভুগতে শুরু করেছেন সাধারণ মানুষ। এ নিয়ে কেন কোনও ব্যবস্থা নেওয়া হচ্ছে না, সে প্রশ্নও উঠছে।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement