Advertisement
Advertisement

ব্যস্ত সময়ে মেট্রোয় আগুন, আতঙ্কিত যাত্রীরা

যাত্রীরা নিরাপদেই বেরতে পেরেছেন বলে জানা গিয়েছে৷

 Fire at metro near banshdroni
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:October 26, 2016 11:00 am
  • Updated:January 9, 2020 2:33 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বুধবার সকালে মাস্টারদা সূর্য সেন স্টেশনে এক এসি মেট্রোয় আগুন দেখা গেলে চরম আতঙ্কে পড়েন যাত্রীরা৷  দমদম থেকে গড়িয়াগামী মেট্রোর পিছনের দিকে এক কামরায় বিস্ফোরণের জেরে দুর্ঘটনা ঘটে বলে জানা যাচ্ছে৷

প্রত্যক্ষদর্শীরা জানাচ্ছেন, সকাল ৯টা নাগাদ এই দুর্ঘটনা ঘটে৷  এসি মেট্রোর থার্ড রেলে একটি বক্সে বিস্ফোরণের জেরে  দেখা যায় আগুন ও ধোঁয়া৷ আতঙ্কিত হয়ে পড়েন যাত্রীরা৷  দু’দিকের মেট্রো চলাচলই সাময়িক বন্ধ করে দেওয়া হয়৷  বন্ধ করে দেওয়া বিদ্যুৎ সংযোগও৷ মেট্রো রেলের আগুন নেভানোর নিজস্ব ব্যবস্থা ও পরে দমকলের সাহায্যে ঘটনা নিয়ন্ত্রণে আনা হয়৷ বিদ্যুৎ সংযোগ না থাকায় যাত্রীরা নিরাপদেই বেরতে পেরেছেন বলে জানা গিয়েছে৷

Advertisement

তবে মেট্রো চলাচল বন্ধ হয়ে যাওয়ায় চরম দুর্ভোগে পড়েন অফিসযাত্রীরা৷  বেশ কিছুক্ষণ মেট্রো বন্ধ থাকায় বাস-ট্রামই বেছে নিতে হয় তাঁদের৷  ফলে ব্যাপক যানযট দেখা দেয় শহরের রাস্তায়৷ শেষ খবর পাওয়া পর্যন্ত, আপ লাইনে মেট্রো চলাচল স্বাভাবিক হয়েছে৷

 

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement