Advertisement
Advertisement

Breaking News

আগুন

কাঁচরাপাড়ার বিবেকানন্দ মার্কেটে বিধ্বংসী আগুন, পুড়ে ছাই শতাধিক দোকান

ঘটনাস্থলে আসে দমকলের সাতটি ইঞ্জিন।

Fire at Kanchrapara’s Vivekananda Market on Thursday

ছবিটি প্রতীকী

Published by: Bishakha Pal
  • Posted:April 18, 2019 11:58 am
  • Updated:April 18, 2019 9:41 pm  

আকাশনীল ভট্টাচার্য, বারাকপুর: আগুন লেগে ভস্মীভূত হয়ে গেল প্রায় শতাধিক দোকান। বৃহস্পতিবার ভোর রাতে কাঁচরাপাড়ার স্টেশন সংলগ্ন এলাকায় বিবেকানন্দ হকার্স মার্কেটে আগুন লাগে। ঘটনাস্থলে আসে দমকলের প্রায় সাতটি ইঞ্জিন। তিন ঘণ্টারও বেশি সময় ধরে চেষ্টা করার পর আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন তাঁরা।

বৃহস্পতিবার ভোর চারটে নাগাদ কাঁচরাপাড়া পুরসভার ৫ নম্বর ওয়ার্ডের বিবেকানন্দ মার্কেটে আগুন লাগে। প্রথমে মার্কেটের চারটি দোকানে আগুন লাগে বলে খবর। ক্রমশ সেই আগুন ছড়িয়ে পড়ে আশপাশের দোকানে। জুতো ও কাপড়ের দোকান থাকায় আগুন ছড়িয়ে পড়তে বেশি সময় নেয়নি। জানা গিযেছে, ওই মার্কেটে প্রায় ২৫০টির মতো দোকান ছিল। তার মধ্যে শতাধিক দোকান আগুনে ক্ষতিগ্রস্ত হয়েছে।

Advertisement

[ আরও পড়ুন: প্রচারে বাধা দিতেই নোটিস ধরাচ্ছে সিআইডি, অভিযোগ ভারতী ঘোষের ]

দমকল সূত্রে খবর, কাপড়ের দোকানে আগুন লাগার পর প্রথমে স্থানীয়দের নজরে পড়ে ঘটনাটি। তাঁরাই আগুন নেভানোর চেষ্টা শুরু করেন। প্রায় সঙ্গে সঙ্গেই দমকলে খবর দেওয়া হয়। দমকলের সাতটি ইঞ্জিন ঘটনাস্থলে আসে। সকাল পৌনে আটটা নাগাদ আগুন নিয়ন্ত্রণে আসে। কিন্ত ততক্ষণে পুড়ে ছাই হয়ে গিয়েছে ১০০-রও বেশি দোকান।

বিবেকানন্দ মার্কেটে আগুন লাগার ফলে আশপাশের কয়েকটি বাড়ির তার পুড়ে যায়। ভেঙে যায় বাড়ির কাচ। এছাড়াও আশপাশের বাড়িতে অল্পবিস্তর ক্ষয়ক্ষতি হয়েছে। আগুন নেভাতে গিয়ে গুরুতর জখম হন এক দমকলকর্মী। এছাড়া এখনও আর কোনও হতাহতের খবর নেই। তবে আগুন লাগার ফলে যে কয়েক কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে, তা জানিয়েছেন ব্যবসায়ীরা।

[ আরও পড়ুন: চোপড়ায় তুমুল গন্ডগোল, তৃণমূলের বিরুদ্ধে ভোটারদের বাধা দেওয়ার অভিযোগ ]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement