ছবি: অরিজিৎ সাহা।
সুব্রত বিশ্বাস: ফের বিধ্বংসী অগ্নিকাণ্ড কলকাতায়। আগুনের গ্রাসে পূর্ব রেলের (Eastern rail) সদর কার্যালয়। সোমবার সন্ধে ৬.১৫ নাগাদ স্ট্র্যান্ড রোডের নিউ কয়লাঘাট বিল্ডিংয়ের ১৩ তলায় আগুন লাগে। পূর্ব রেলের সদর কার্যালয় এটি। বিল্ডিংয়ের ১৩ তলায় চিফ সিগন্যাল অ্যান্ড টেলিকমিউনিকেশন (কনস্ট্রাকশনের) অফিস রয়েছে, সেখানেই আগুন লাগে। আগুন লাগার পরপরই ঘটনাস্থলে এখনও পর্যন্ত এসে পৌঁছয় দমকলের ৬টি ইঞ্জিন। পরে ইঞ্জিনের সংখ্যা আরও বাড়ানো হয়। বহুতল হওয়ায় কাজ শুরু করতে বিলম্ব হয় বলে জানা গিয়েছে। খবর পেয়ে ঘটনাস্থলে যান দমকল মন্ত্রী সুজিত বসু।
দমকলের প্রাথমিক অনুমান, সিগন্যাল অ্যান্ড টেলিকমিউনিকেশনের দাহ্য পদার্থ থেকে আগুন লাগতে পারে। বহু নথি নষ্ট হয়েছে বলে অনুমান। ১৩ তলার মতো উচ্চতায় আগুন লাগায় হাওয়ায় তা ভয়াবহ আকার নেয়। সঙ্গে সঙ্গে দাউদাউ করে ছড়িয়ে পড়ে ১৩ তলার গোটা জায়গায়। অগ্নিকাণ্ডের পরই গোটা বিল্ডিংয়ে আতঙ্ক ছড়িয়ে পড়ে। বিভিন্ন দপ্তরের শীর্ষ কর্তাদের অফিস এখানে। এর মধ্যে রয়েছে আরপিএফ, আইজি, চিফ ফিনান্স কমিশনার, চিফ সিগন্যাল এন্ড টেলিকমিউনিকেশন, দক্ষিণ-পূর্ব রেলের চিফ কমার্শিয়াল ম্যানেজার-সহ বিভিন্ন বিভাগের শীর্ষকর্তাদের অফিস।
নিউ কয়লাঘাট বিল্ডিংয়ে সবচেয়ে গুরুত্বপূর্ণ দপ্তরটি হল রেলের রিজার্ভেশন। এখানেই মূল দপ্তর। ফলে কর্মীদের পাশাপাশি যাত্রীদের একটা বড় অংশ ওই সময়ে বিল্ডিংটিতে ছিলেন। আগুনের খবর পেয়ে তাঁরা আতঙ্কে দৌড়ঝাঁপ শুরু করে দেয়। বিল্ডিংয়ের তলায় রয়েছে কার পার্কিং স্পেস। সেখানে অসংখ্য গাড়ি রাখা ছিল। অগ্নিকাণ্ডের জেরে সেসব গাড়িরও ক্ষতি হয়েছে বলে খবর। আগুন নিয়ন্ত্রণে আনতে মরিয়া চেষ্টা চালাচ্ছে দমকল বাহিনী। বহুতলে আগুন ছড়িয়ে পড়ায় হাইড্রলিক ল্যাডার এনে তা নেভানোর চেষ্টা চলছে। অগ্নিকাণ্ডের জেরে স্ট্র্যান্ড রোডে যান চলাচল আপাতত বন্ধ করে দেওয়া হয়েছে। ফলে সংলগ্ন অন্যান্য রাস্তায় যানজট তৈরি হয়েছে।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.