Advertisement
Advertisement
বিদ্যুৎহীন

লকডাউনের মাঝেই বিদ্যুৎ বিপর্যয়, অন্ধকারে ডুবে দক্ষিণ কলকাতার বিস্তীর্ণ এলাকা

পরিষেবা স্বাভাবিক হতে বেশকিছুটা সময় লাগবে বলে খবর।

Fire at CESC sub-staion at Serve Park, load shedding in South Kolkata
Published by: Paramita Paul
  • Posted:March 27, 2020 7:13 pm
  • Updated:March 27, 2020 7:15 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: লকডাউনের মাঝেই দক্ষিণ কলকাতা ও শহরতলি এলাকায় ব্যাপক বিদ্যুৎ বিপর্যয়। শুক্রবার বিকেলে সার্ভে পার্কে সিইএসসির সাবস্টেশনে আগুন লাগে। সেই আগুন নিয়য়ন্ত্রণে এলেও বিদ্যুৎহীন হয়ে পড়েছে বাইপাস সংলগ্ন বিস্তীর্ণ এলাকা। এদিকে লকডাউনের জেরে বিদ্যুৎ সংস্থায় কর্মী কম রয়েছে। তাই পরিষেবা স্বাভাবিক হতে বেশকিছুটা সময় লেগে যাবে বলে খবর। ফলে দক্ষিণ কলকাতার বিস্তীর্ণ এলাকা যাদবপুর, পূর্ব যাদবপুর, গড়ফা, বাঘাযতীন, গাঙ্গুলিবাগান, পাটুলি-সহ আরও কিছু এলাকা অন্ধকারে ডুবে রয়েছে। প্রশাসনিক কর্তারা দ্রুত পরিস্থিতি স্বাভাবিক করার নির্দেশ দিয়েছেন। তাঁদের আশঙ্কা, লকডাউনের মধ্যে বিদ্যুৎ বিপর্যয় হলে মানুষ রাস্তায় নেমে আসতে পারেন। সেক্ষেত্রে করোনা সংক্রমণ ছড়ানোর আশঙ্কা উড়িয়ে দেওয়া যাচ্ছে না।

স্থানীয় সূত্রে খবর, সার্ভে পার্ক এলাকার বিদ্যুতের সাবস্টেশনে বৈদ্যুতিন সরঞ্জাম রাখা ছিল। সেখানেই আগুন ধরে যায়। পথচলতি মানুষের চোখে পড়লে তাঁরা খবর দেন। সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে চারটি দমকলের ইঞ্জিন এসে আগুন নেভানোর কাজ শুরু করে। ঘটনাস্থলে আসেন মন্ত্রী অরূপ বিশ্বাস-সহ একাধিক রাজনৈতিক নেতা-নেত্রী। তাঁরা দ্রুত পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার নির্দেশ দেন। আগুন নিভে গেলেও বিদ্যুৎহীন হয়ে পড়ে বিশাল এলাকা। সূত্রের খবর, বিদ্যুৎ পরিবহণের লাইনে বিঘ্ন ঘটেছে। 

Advertisement

[আরও পড়ুন: দুস্থদের সেবায় ফের পথে মমতা, খাদ্যসামগ্রী বিলি করলেন মুখ্যমন্ত্রী]

পরিষেবা স্বাভাবিক হতে বেশকিছুটা সময় লেগে যাবে বলে খবর। তবে এর মধ্যে বিস্তীর্ণ এলাকার মানুষ রাস্তায় বেরিয়ে এলে কী হবে, তা ভেবে হয়রান হচ্ছেন প্রশাসনিক কর্তারা। প্রসঙ্গত, করোনার সংক্রমণ রুখতে সোমবার থেকে রাজ্যে লকডাউন চলছে। দেশজুড়ে লকডাউনের কথা ঘোষণা করেছেন প্রধানমন্ত্রীও। এমন পরিস্থিতিতে বিদ্যুত সরবরাহ স্বাভাবিক রাখার নির্দেশও দেওয়া হয়েছে। কিন্তু তারপরেও কর্মী কম থাকা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। 

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement