Advertisement
Advertisement

Breaking News

Fire

তৃতীয়ার ভোরে অঘটন! অগ্নিকাণ্ডে পুড়ল দমদমের পুজোমণ্ডপের বড় অংশ

বিদ্যুৎ বিচ্ছিন্ন থাকলেও কীভাবে আগুন? প্রশ্ন উদ্যোক্তাদের।

Fire at a puja pandal at Dumdum Netaji Sangha, huge loss | Sangbad Pratidin
Published by: Sucheta Sengupta
  • Posted:October 17, 2023 9:25 am
  • Updated:October 17, 2023 9:47 am  

বিধান নস্কর, দমদম: তৃতীয়ার ভোরে অঘটন। দমদমের (DumDum) এক পুজোমণ্ডপে অগ্নিকাণ্ড। মঙ্গলবার ভোর ৫টা নাগাদ নেতাজি সংঘ ক্লাবের সদস্যদের নজরে আসে, তাঁদের মণ্ডপে আগুন (Fire) লেগেছে। খবর পাঠানো হয় দমকলে। ঘণ্টাখানেকের মধ্যে আগুন নিয়ন্ত্রণে আসে। তবে মণ্ডপের অধিকাংশ পুড়ে গিয়েছে। উদ্যোক্তাদের মাথায় হাত। কীভাবে পুনর্নির্মাণ করা যাবে, তা নিয়ে চিন্তায় তাঁরা। কীভাবে অগ্নিকাণ্ড ঘটল, সে বিষয়ে কোনও ইঙ্গিত নেই বলে জানাচ্ছেন উদ্যোক্তারা। তদন্তে নেমেছে দমদম থানার পুলিশ।

Advertisement

দমদম নেতাজি সংঘের পুজো উদ্যোক্তাদের মধ্যে জয়দেব মজুমদার নামে এক সদস্য জানাচ্ছেন, ”আমরা রাতে কাজ সেরে সকলে চলে গিয়েছিলাম যে যার বাড়ি। হঠাৎ ভোরবেলা  একজন খবর দিলেন যে মণ্ডপে নাকি আগুন লেগেছে। আমি দৌড়ে গিয়ে দেখলাম, মণ্ডপটা জ্বলছে। উপরের দিক থেকে আগুন লেগে গিয়েছে। চারপাশ থেকে সবাই জল দিচ্ছে।” কীভাবে আগুন লাগল? নাকি বাইরে থেকে কেউ বা কারা অগ্নিসংযোগ করেছে? এই প্রশ্নের জবাবে জয়দেববাবু জানান, এ বিষয়ে তাঁর কোনও ধারণা নেই। বিদ্যুৎ সংযোগ (Disconnect) বিচ্ছিন্ন থাকা সত্ত্বেও এই ঘটনা কীভাবে, তা ভেবেই চিন্তিত উদ্যোক্তারা। 

[আরও পড়ুন: হোমিওপ্যাথির শিশিতে দুর্গা! তুলির টানে অপূর্ব শিল্পকীর্তি নদিয়ার যুবকের]

এর আগে বালুরঘাটের একটি পুজোমণ্ডপে ভাঙচুর হয়েছিল। হুগলির কানাইপুরেও একটি পুজোমণ্ডপে সম্প্রতি আগুন লেগে ক্ষতিগ্রস্ত হয় মণ্ডপ। এবার খাস কলকাতায় এই ঘটনা। উদ্যোক্তারা জানাচ্ছেন, মণ্ডপের কাঠামো, কাপড়-সহ অধিকাংশই পুড়ে গিয়েছে। বিষয়টি দমদম থানায় জানানো হয়েছে। শুরু হয়েছে  তদন্ত।  তৃতীয়ার ভোরে মণ্ডপে আগুনের ঘটনায় শুধু উদ্যোক্তারাই নন, চিন্তিত এলাকাবাসীও।

[আরও পড়ুন: বাইকের টুল বক্সে লুকিয়ে ২০ লক্ষ টাকার মাদক পাচারের ছক! হাতেনাতে পাকড়াও ৩ পাচারকারী]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement