দীপঙ্কর মণ্ডল: শহর পরিষ্কার করতে এবার আরও কড়া রাজ্য প্রশাসন। যত্রতত্র জঞ্জাল ফেললে আর রেয়াত নয়। জরিমানা হবে ১০০ গুণ বেশি। একেবারে ৫ হাজার টাকা। কোনও প্রতিষ্ঠানের ক্ষেত্রে সেই জরিমানার পরিমাণ ধার্য হবে ১ লক্ষ টাকা। বৃহস্পতিবার বিধানসভায় পুর আইনে এমনই সংশোধনী আনল রাজ্য সরকার।
দক্ষিণেশ্বরের স্কাইওয়াক দিয়ে শুরু। উদ্বোধনের পরদিনই ধরা পড়ে সেখানে পিক ফেলা। সেই ঘটনায় চূড়ান্ত অসন্তোষ ছড়িয়ে পড়ে। জরিমানা ধার্য করা হয় ৫ হাজার টাকা। পরে রাস্তাঘাটে, সরকারি অফিসে প্রকাশ্যে থুতু, পান, গুটখার পিক ফেলা বন্ধ করতে কঠোর মনোভাব নেয় রাজ্য। নবান্নে উচ্চ পর্যায়ের বৈঠক করেন মুখ্যমন্ত্রী। পরিষ্কার জানিয়ে দেওয়া হয় রাস্তাঘাট, অফিস-কাছারি নোংরা করলে অভিযুক্তকে পরিষ্কার করতে হবে। নয়তো হবে মোটা টাকা জরিমানা। তারই প্রেক্ষিতে জঞ্জাল সাফাই করতে আইনে সংশোধনী আনা হল বৃহস্পতিবার।
আগে রাস্তায় জঞ্জাল ফেললে ৫০ টাকা জরিমানা করা হত। এবার থেকে নির্দিষ্ট জায়গায় জঞ্জাল না ফেলে রাস্তাঘাটে যেখানে সেখানে তা ফেললে ৫ হাজার টাকা জরিমানা করা হবে। কোনও প্রতিষ্ঠান তা করলে জরিমানা হবে ১ লক্ষ টাকা। পুরসভার আইনের ৩৩৮ নম্বর ধারায় এই সংশোধনী আনা হল। বস্তুত, বর্তমান রাজ্য সরকারের নেতৃত্বে সর্বত্রই এক সৌন্দর্যায়নের কাজ চলছে। রাস্তাঘাট, আলো, পার্ক ইত্যাদি তৈরি হচ্ছে নতুন নতুন পরিকাঠামোর সঙ্গে। দামি রঙে রূপ বদলেছে কলকাতার। এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ এই সৌন্দর্যকে রক্ষা করা। কিন্তু দেখা যাচ্ছে, সবচেয়ে বড় সমস্যা পান-গুটখার পিক অথবা যত্রতত্র থুতু। দক্ষিণেশ্বরে বিশ্বমানের স্কাইওয়াক উদ্বোধনের পরদিনই দেখা যায় পিক ফেলে নোংরা করা হয়েছে। একই ছবি দেখা গিয়েছে নিউটাউনে বিশ্ববাংলার নতুন সুদৃশ্য গেটেও। খবর পাওয়া ইস্তক প্রচণ্ড ক্ষুব্ধ হন মুখ্যমন্ত্রী। তখনই সিদ্ধান্ত নেন, সৌন্দর্যায়ন রক্ষায় নাগরিকদের সচেতনতা তৈরি করতে উদ্যোগ নেবে রাজ্য সরকার। তারপরই কার্যত তাঁরই নির্দেশে একের পর এক বিল তৈরি হচ্ছে। সেগুলি দ্রুত পেশ করিয়ে পাস করানোর লক্ষ্যে কাজ করছে সরকার।
বিগত কয়েক দশক ধরে রাস্তাঘাট নোংরা করা নিয়ে নানাভাবে অভিযোগ এসেছে। মুখ্যমন্ত্রীর কাছেও অনেক অভিযোগ এসেছে। নানা উদ্যোগ নিয়েও শহরবাসী বা ভিনরাজ্য থেকে আসা বহু মানুষকে সচেতন করা যাচ্ছিল না। সেই জঞ্জাল থেকে মাত্রাতিরিক্ত দূষণ ছড়াচ্ছে। নানারকম অসুখ হচ্ছে। এমনকী, সেই অবস্থা থেকেই ভাগাড়ের মাংসের মতো ঘটনা ঘটে। এবার যাঁরাই যত্রতত্র জঞ্জাল ফেলে শহর নোংরা করবেন, তাঁরা ধরা পড়লে সঙ্গে সঙ্গে ব্যবস্থা নেওয়া হবে। পুরসভা জরিমানা করবে ৫ হাজার টাকা। সেই একই কাজ কোনও প্রতিষ্ঠান করলে জরিমানা ধার্য হবে ১ লক্ষ টাকা।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.