সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: জীবদ্দশায় সম্মান তো কম পাননি৷ কিন্তু, মৃত্যুর পর শায়িত নিথর দেহে ফুল-মালা দিয়ে শ্রদ্ধাজ্ঞাপন পছন্দ ছিল না৷ সেকথা পরিবারের লোকেদের বলেও গিয়েছিলেন৷ মঙ্গলবার অনাড়ম্বর শেষযাত্রায় প্রয়াত পরিচালক মৃণাল সেনকে বিদায় জানালেন তাঁর গুণমুগ্ধরা৷ দেশপ্রিয় পার্ক থেকে কেওড়াতলা পর্যন্ত তাঁর শেষযাত্রায় হাঁটলেন মাধবী মুখোপাধ্যায়, সন্দীপ রায়, অঞ্জন দত্ত, রঞ্জিত মল্লিক-সহ অভিনয় জগতের একঝাঁক তারকা৷
২০১৮ সালের শেষটা একেবারেই ভাল গেল না৷ ডিসেম্বরে মাত্র একদিনের ব্যবধানে প্রয়াত হলেন সংগীতশিল্পী দ্বিজেন মুখোপাধ্যায় ও কবি নীরেন্দ্রনাথ চক্রবর্তী৷ আর গত রবিবার সকালে শেষনিশ্বাস ত্যাগ করলেন পরিচালক মৃণাল সেন। বাংলা ও ভারতীয় চলচ্চিত্রে একটি যুগের অবসান ঘটল। বার্ধক্যজনিত অসুস্থতায় দীর্ঘদিন ধরেই শয্যাশায়ী ছিলেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন এই বাঙালি পরিচালক৷ রবিবার সকাল সাড়ে দশটা নাগাদ ভবানীপুরে নিজের বাড়িতেই প্রয়াত হন তিনি৷ সেদিনই পরিবারের তরফে জানানো হয়েছিল, প্রয়াত পরিচালকের শেষইচ্ছা অনুযায়ী তাঁর মরদেহ রবীন্দ্রসদন বা অন্যকোথাও শায়িত রাখা হবে না৷ আমেরিকা থেকে ছেলে ফিরলেই হবে শেষকৃত্য৷ ততদিন মরদেহ রাখা থাকবে পিস ওয়ার্ল্ডে৷
[ নির্ঝঞ্ঝাট-সমান্তরাল জীবনের বাইরেও একটা ‘ভুবন’ আছে, দেখিয়েছিলেন মৃণাল সেন]
এদিকে সাধারণ মানুষ তো বটেই, পরিচালক মৃণাল সেনকে শেষশ্রদ্ধা জানাতে চেয়েছিলেন অভিনয় জগতে তাঁর অনুজপ্রতিম প্রায় সকলেই৷ শেষপর্যন্ত অত্যন্ত অনাড়ম্বরভাবেই বাবার শেষযাত্রা বের করার সিদ্ধান্ত নেন মৃণালপুত্র কুনাল সেন৷ ফেসবুকে সেকথা জানিয়ে দেন তিনি। মঙ্গলবার দুপুর আড়াইটে নাগাদ পরিচালক মৃণাল সেনের মরদেহ আনা হয় দেশপ্রিয় পার্কে৷ সেখান থেকে কেওড়াতলা মহাশ্মশান পর্যন্ত শেষযাত্রায় হাঁটেন মাধুবী মুখোপাধ্যায়, অপর্ণা সেন, প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, অঞ্জন দত্ত, শ্রীলা মজুমদার, নন্দিতা দাস-সহ অভিনয় জগতের একঝাঁক তারকারা৷ অশক্ত শরীরে মৃণাল সেনের শেষযাত্রায় হাঁটলেন কবি শঙ্খ ঘোষও৷ বিকেলে কেওড়তলা মহাশ্মশানের শেষকৃত্য সম্পন্ন হল পরিচালক মৃণাল সেনের৷ আগামী ৫ জানুয়ারি প্রয়াত পরিচালকের স্মরণসভা হবে গোর্কি সদনে।
ছবি: শুভাশিষ রায়
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.