Advertisement
Advertisement

Breaking News

App Cab

খাস কলকাতায় অ্যাপ ক্যাবে যাত্রীর শ্লীলতাহানি, মারধর! অভিযুক্ত চালকই

আমহার্স্ট স্ট্রিট থানায় অভিযোগ দায়ের।

Female passenger files complain of harrassment into app cab in Kolkata | Sangbad Pratidin
Published by: Sucheta Sengupta
  • Posted:December 17, 2023 3:20 pm
  • Updated:December 17, 2023 4:05 pm  

অর্ণব আইচ: খাস কলকাতায় (Kolkata) ফের অ্যাপ ক্যাবের দৌরাত্ম্য। রাতের শহরে ক্যাবের মহিলা যাত্রীকে শ্লীলতাহানি, মারধরের মতো গুরুতর অভিযোগ উঠল খোদ চালকের বিরুদ্ধে। এই ঘটনায় আমহার্স্ট স্ট্রিট থানায় অভিযোগ দায়ের করেছেন তরুণী। সমস্ত অভিযোগ খতিয়ে দেখে শুরু হয়েছে তদন্ত। শহর কলকাতায় এ ধরনের ঘটনায় অ্যাপ ক্যাবের (App Cab) নিরাপত্তা নিয়ে ফের প্রশ্ন উঠে গেল।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, শনিবার রাতে শিয়ালদহের (Sealdah) কাছে টাকী বয়েজ হাইস্কুলের সামনে থেকে অ্যাপ ক্যাব বুক করেছিলেন ওই তরুণী। গন্তব্য ছিল ফুলবাগান। ক্যাব আসতে দেরি হওয়ায় তিনি চালককে প্রশ্ন করেন। চালকের দাবি, রাস্তায় যানজট ছিল, তাই দেরি। তরুণী চালকের এই জবাব শুনে খেপে যান। এর পর গাড়িতে যেতে যেতে ভাড়া বেশি চাওয়া নিয়ে ফের একপ্রস্ত তর্কাতর্কিতে জড়ান চালক এবং যাত্রী।

Advertisement

[আরও পড়ুন: ৩৭০ ধারা প্রত্যাহার ‘বিরক্তিকর’, সমালোচনা প্রাক্তন বিচারপতি নরিম্যানের]

এর পরই তরুণীর অভিযোগ, তাঁর সঙ্গে অশালীন আচরণ করতে শুরু করেন ক্যাব চালক। এমনকী ক্যাবের মধ্যে মারধরও করা হয়। আত্মরক্ষার্থে তরুণীও পালটা মারধর করেন বলে তিনি জানিয়েছেন পুলিশকে। এসব ঝামেলার জেরে গন্তব্যের আগেই ক্যাব থেকে নেমে যান তরুণী। এর পর আমহার্স্ট স্ট্রিট থানায় গিয়ে অভিযোগ দায়ের করেন। পুলিশ তাঁর বয়ান নিয়ে সমস্ত দিক খতিয়ে দেখে তদন্ত শুরু করেছে। এই ঘটনায় ফের অ্যাপ ক্যাবে মহিলা যাত্রীদের নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠেছে।

[আরও পড়ুন: ৩ বছরের শিশুকে পিষে দিল SUV, ছটফট করে মৃত্যু দেখেও নির্বাক পথচারীরা!]

এর আগেও শহরে অ্যাপ ক্যাব চালকদের বিরুদ্ধে একাধিক অভিযোগ উঠেছে। বিশেষত মহিলা যাত্রী নিরাপত্তাও (Security) প্রশ্নের মুখে পড়েছে। অভিযোগ পেয়ে পুলিশ যথাযথ ব্যবস্থা নিলেও পরিস্থিতির বিশেষ বদল হয়নি, তা এই ঘটনাতেই প্রমাণিত।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement