Advertisement
Advertisement
Mamata Banerjee

Farm Laws: ‘বিজেপির নিষ্ঠুরতার বিরুদ্ধে লড়াইয়ের জয়’, কৃষি আইন প্রত্যাহার নিয়ে প্রতিক্রিয়া মমতার

'এটা আপনাদের জয়!' কৃষকদের টুইটবার্তা তৃণমূল সুপ্রিমোর।

Farm Laws: TMC supremo Mamata Banerjee congratulates farmers who faught to repeal three new farm laws by centre | Sangbad Pratidin
Published by: Sucheta Sengupta
  • Posted:November 19, 2021 10:33 am
  • Updated:November 19, 2021 11:32 am

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সামনে উত্তরপ্রদেশ, পাঞ্জাব-সহ ৫ রাজ্যে ভোট। কৃষক আন্দোলনে (Farmers’ protest) সবচেয়ে উত্তপ্ত পাঞ্জাবই। কেন্দ্রের তিন বিতর্কিত কৃষি আইনের বিরুদ্ধে দিনের পর দিন, মাসের পর মাস আন্দোলনে উত্তপ্ত রাজধানী দিল্লি। আন্দোলনের আঁচ ছড়িয়েছে সর্বত্র। চাপ বাড়ছিলই কেন্দ্রের উপর। এবার সেই চাপে পড়েই তিন বিতর্কিত কৃষি আইন (Farm Laws) প্রত্যাহার করে নিল কেন্দ্র। শুক্রবার সকালে জাতির উদ্দেশে ভাষণ দিয়ে সেই সুখবর শোনালেন স্বয়ং প্রধানমন্ত্রী। আর তাঁর এই ঘোষণার পর প্রতিক্রিয়ার বন্যা নেটদুনিয়ায়। সর্বাগ্রে কৃষক আন্দোলনের পাশে দাঁড়ানো বাংলার মুখ্যমন্ত্রী তথা তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) টুইট, ”এতদিন যাঁরা বিজেপির নিষ্ঠুরতার সামনে মাথা নোয়াননি, এই জয় তাঁদের। প্রত্যেক লড়াকু কৃষককে আমার হার্দিক অভিনন্দন।” পাশাপাশি এই রক্তক্ষয়ী সংগ্রামে যাঁরা প্রাণ হারিয়েছেন, জয়ের দিনে তাঁদের পরিবারের প্রতিও সমবেদনা জানিয়েছেন। 

 

কৃষক আন্দোলনের গোড়া থেকেই নিজেকে শামিল করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর নিজের রাজনৈতিক লড়াইয়ের অন্যতম হাতিয়ার যে সিঙ্গুরের কৃষি আন্দোলন। সেই স্মৃতি, সেই শক্তিতে ভর করেই মমতা নিজের সমর্থন পৌঁছে দিয়েছিলেন দিল্লি, পাঞ্জাব, হরিয়ানার প্রতিবাদী কৃষকদের কাছে। তাঁর প্রতিনিধি হিসেবে দিল্লির সিংঘু সীমানায় অবস্থানরত কৃষকদের কাছে গিয়ে, হাতে হাত রেখে সমর্থনের বার্তা দিয়ে এসেছিলেন দলের সাংসদ ডেরেক ও ব্রায়েন, প্রসূন বন্দ্যোপাধ্য়ায়রা। মমতা নিজে কৃষক নেতাদের সঙ্গে ফোনে যোগাযোগ করে আশ্বাস দেন। এমনকী এই আন্দোলনের মূল উদ্যোক্তা সংযুক্ত কিষাণ মোর্চার নেতা রাকেশ টিকায়েত (Rakesh Tikait) কলকাতায় এসে তৃণমূল সুপ্রিমোর সঙ্গে সাক্ষাৎ করার পর পরম ভরসা নিয়ে দিল্লি ফেরেন। 

[আরও পডুন: যকৃতে ফিতাকৃতির ‘ডিম’, বাঁকুড়ার কিশোরের প্রাণ ফেরাল NRS হাসপাতাল]

এভাবেই কেন্দ্রের তিন বিতর্কিত, কৃষক বিরোধী নতুন আইনের বিরুদ্ধে প্রতিবাদের প্রতিটি পদক্ষেপে মমতা বন্দ্যোপাধ্যায়ের পরোক্ষ যোগ ছিল। আজ যখন সেই আন্দোলনের সুফল মিলল, তিন আইন প্রত্যাহারের সিদ্ধান্ত ঘোষণা করলেন প্রধানমন্ত্রী, সেই জয়ের মুহূর্তে তৃণমূল সুপ্রিমো গোটা কৃতিত্ব তাঁদেরই দিলেন, যাঁরা এতদিন বুকের ভিতরে প্রতিবাদের আগুন জ্বালিয়ে রেখেছিলেন। প্রিয়জনকে হারিয়েও দমে যাননি। টুইটে তিনি তাঁদের কথাই বললেন, যেভাবে সবসময় মানুষের সমবেত প্রতিরোধকে সবচেয়ে অগ্রাধিকার দিয়ে থাকেন, ঠিক সেইভাবেই। এদিন দিল্লির যেসব সীমানায় কৃষক আন্দোলন চালাচ্ছিলেন, তাঁরা সকলেই জয়ের উল্লাসে মেতে উঠেছেন।

কৃষি আইন প্রত্যাহার নিয়ে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ও (Abhishek Banerjee) টুইট করেছেন।  তাঁর মতে, কৃষকদের শক্তির পরীক্ষা হয়ে গেল। 

তৃণমূল সাংসদ সৌগত রায়ের প্রতিক্রিয়া, ”সামনে পাঞ্জাব-সহ ৫ রাজ্যের ভোট। সেই নির্বাচনী অঙ্ক মাথায় রেখেই কৃষি আইন প্রত্যাহার করা হল।  তবে এটা নিঃসন্দেহে কৃষকদের বড় জয়, এনিয়ে সংশয় নেই।” একই মত আরেক সাংসদ সুখেন্দুশেখর রায়েরও। কংগ্রেস সাংসদ রাহুল গান্ধীর (Rahul Gandhi) টুইট, সত্যাগ্রহের মাধ্যমে দেশের অন্নদাতারা জয় ছিনিয়ে নিলেন, তাঁদের সশ্রদ্ধ প্রণাম।

[আরও পডুন: বিতর্কিত তিন কৃষি আইন প্রত্যাহার করল কেন্দ্র, গুরু নানকের জন্মদিনে বড় ঘোষণা মোদির]

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement