Advertisement
Advertisement

Breaking News

এইডস আক্রান্ত বৃদ্ধার চিকিৎসায় গাফিলতি, কাঠগড়ায় এনআরএস

অভিযোগ অস্বীকার হাসপাতাল কর্তৃপক্ষের৷

Family members allege negligence in the in treatment at NRS
Published by: Tanujit Das
  • Posted:October 22, 2018 3:52 pm
  • Updated:October 22, 2018 3:52 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আইচআইভি আক্রান্ত বৃদ্ধার চিকিৎসায় গাফিলতির অভিযোগ৷ কাঠগড়ায় কলকাতার এনআরএস হাসপাতাল৷ পরিবারের লোকেদের দাবি, ওই বৃদ্ধাকে বাড়ি নিয়ে যাওয়ার জন্য চাপ দিচ্ছেন হাসপাতাল কর্তৃপক্ষ৷ যদিও অভিযোগ খারিজ করেছে এনআরএস কর্তৃপক্ষ৷

[মঙ্গলে পুজো কার্নিভাল, জোরকদমে সেজে উঠছে রেড রোড]

Advertisement

জানা গিয়েছে, ওই বৃদ্ধার পা ও কোমরে চোট লেগেছিল৷ পুজোর আগেও তাঁকে এনআএস হাসপাতালে ভরতি করা হয়েছিল৷ তখনই এইডস ধরা পড়ে৷ পরিবারের অভিযোগ, এইডস ধরা পড়ার পরেও ওই বৃদ্ধাকে ছুটি দিয়ে দেন এনআরএসের চিকিৎসকরা৷ কিন্তু, বাড়ি ফিরে ফের গুরুতর অসুস্থ হয়ে পড়েন তিনি৷  বাধ্য হয়ে নাম গোপন রেখে ওই বৃদ্ধাকে এনআরএস হাসপাতালেই ভরতি করেন পরিবারের লোকেরা৷ আবার রক্ত পরীক্ষা করা হয়৷ যথারীতি এইডস ধরা পড়ে৷ বৃদ্ধার পরিবারের অভিযোগ, এরপর থেকেই তাঁদের উপরে চাপ সৃষ্টি করছে হাসপাতাল কর্তৃপক্ষ৷ তাঁদের বলা হচ্ছে বৃদ্ধাকে হাসপাতাল থেকে নিয়ে চলে যাওয়ার৷ এমনকি তাঁর অপারেশনের কথা থাকলেও দীর্ঘদিন ধরে তা পিছিয়ে দেওয়া হচ্ছে  বলে পরিবারের অভিযোগ৷

[পুলিশকর্তা বন্ধু, ট্রাফিক ইন্সপেক্টরকে চমকাতে গিয়ে হাজতে যুবক]

সমস্ত অভিযোগ শুনে প্রথমে এই বিষয়ে খোঁজ নেওয়ার আশ্বাস দেন এনআরএস-এর ঊর্ধ্বতন কর্তৃপক্ষ৷ পরে তাঁরা জানান, এইডস-এর কারণে বৃদ্ধার চিকিৎসার গাফিলতি করা হচ্ছে না৷ এই মুহূর্তে তাঁর অপারেশনের প্রয়োজন নেই বলেই তা করা হচ্ছে না৷ যদিও হাসপাতাল কর্তৃপক্ষের এই দাবি মানতে নারাজ বৃদ্ধার পরিবার৷ এখনও নিজেদের অভিযোগেই অনড় তাঁরা৷ এখনও তাঁদের অভিযোগ যে, এইডস-এর কারণেই বৃদ্ধাকে অপারেশন করতে চাইছেন না হাসপাতালের চিকিৎসকরা৷ দিনের পর দিন অপারেশনের তারিখ পিছিয়ে দেওয়া হচ্ছে৷

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement