Advertisement
Advertisement

কনফার্ম টিকিটেও মেলেনি সিট, ট্রেনের শৌচালয়ের সামনে বসে সফর পরিবারের

ডাউন পদাতিক এক্সপ্রেসে ভয়ঙ্কর অভিজ্ঞতা উত্তর কলকাতার বাসিন্দাদের৷

Family forced to sit beside toilet despite having CNF train ticket
Published by: Tanujit Das
  • Posted:October 31, 2018 8:19 pm
  • Updated:October 31, 2018 8:19 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: উত্তরবঙ্গ থেকে কলকাতায় ফেরার পথে এক ভয়ঙ্কর অভিজ্ঞতার সম্মুখীন হতে হল উত্তর কলকাতার একটি পরিবারকে৷ পদাতিক এক্সপ্রেসে করে ফিরবেন বলে চারমাস আগেই টিকিট কেটে রেখেছিলেন হাতিবাগানের চিত্তরঞ্জন পাল৷ কনফার্ম-ও হয়ে গিয়েছিল টিকিটগুলি৷ কিন্তু ট্রেনে উঠে যা ঘটল তা এখনও তাড়িয়ে বেড়াচ্ছে গোটা পরিবারকে৷ কনফার্ম টিকিট থাকা সত্ত্বেও মিলল না একটিও সিট৷ শেষে শৌচালয়ের সামনে বসে এনজিপি থেকে কলকাতায় ফিরতে হল গোটা পরিবারকে৷

[লোকসভায় বিজেপির বিরুদ্ধে মমতার অস্ত্র মোদির ভাই! ব্যাপারটা কী?]

Advertisement

ঘটনার ন্যায় বিচার চেয়ে ইতিমধ্যে রেল ও ক্রেতা সুরক্ষা দপ্তরের দ্বারস্থ হয়েছেন চিত্তরঞ্জন বাবু৷ তাঁর অভিযোগ, চার মাস আগে ডাউন পদাতিক এক্সপ্রেসে ফেরার টিকিট কেটেছিলেন তিনি৷ টিকিট কনফার্ম-ও হয়ে যায়৷ কিন্তু টিকিট কাটা থাকলেও মেলেনি সিট৷ রেল আধিকারিকদের বললেও কেউ সাহায্য করতে এগিয়ে আসেনি৷ পুজোর পর পরিবার নিয়ে উত্তরবঙ্গে ঘুরতে যান চিত্তরঞ্জন বাবু৷ জানান, এমন চরম অভিজ্ঞতার সাক্ষী হতে হবে তা কল্পনাও করতে পারছেন না৷ কোনওক্রমে শৌচালয়ের সামনে বসে এনজিপি থেকে শিয়ালদহে ফিরেছেন তাঁরা৷ কলকাতায় এসেই রেল ও ক্রেতা সুরক্ষা দপ্তরের দ্বারস্থ হয়েছেন হাতিবাগানের এই পরিবারটি৷ সূত্রের খবর, ঘটনার যথাযথ তদন্তের আশ্বাস দিয়েছে রেল কর্তৃপক্ষ৷ পরিবারটির সমস্ত টিকিট চেয়ে পাঠান হয়েছে৷ পাশাপাশি, ডাউন পদাতিক এক্সপ্রেস ওইদিনের যে আধিকারিকরা কাজ করছিলেন তাঁদেরও ডেকে পাঠান হয়েছে৷

[অলচিকির পর এবার রাজবংশী ভাষায় প্রকাশিত হচ্ছে মুখ্যমন্ত্রীর কবিতার বই]

রেলের বিরুদ্ধে অভিযোগের শেষ নেই৷ মাঝে মধ্যেই রেলের বিরুদ্ধে খারাপ খাবার পরিবেশনের অভিযোগ ওঠে৷ বিক্ষোভে ফেটে পড়েন যাত্রীরা৷ সেই অভিযোগের ভিত্তিতে তদন্তেরও আশ্বাস দেয় আইআরসিটিসি৷ কিন্তু তারপরেও একই ঘটনার পুনরাবৃত্তি হতে থাকে৷ রেলের গাফিলতিতে কয়েক সপ্তাহ আগেই সাঁতরাগাছি স্টেশনে ঘটে গিয়েছে মর্মান্তিক দুর্ঘটনা৷ একই সঙ্গে প্ল্যাটফর্মে একাধিক ট্রেন চলে আসায় যাত্রীদের মধ্যে দৌড়াদৌড়ি পড়ে যায়৷ ঘটনায় মৃত্যু হয় দু’জনের৷ গুরুতর জখম হন অনেকেই৷

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement