Advertisement
Advertisement

Breaking News

Calcutta HC

কালিয়াগঞ্জে রাজবংশী যুবকের মৃত্যু: সিবিআই তদন্তের দাবিতে হাই কোর্টে মামলা পরিবারের

বুধবার মামলার শুনানির সম্ভাবনা।

Family files case at Calcutta HC appealing CBI investigation of killing of Rajbangshi youth at Kaliaganj | Sangbad Pratidin
Published by: Sucheta Sengupta
  • Posted:May 2, 2023 11:13 am
  • Updated:May 2, 2023 2:03 pm  

গোবিন্দ রায়: কালিয়াগঞ্জের (Kaliaganj) রাধিকাপুরে পুলিশি অভিযান চলাকালীন রাজবংশী যুবকের মৃত্য়ুর ঘটনায় জল গড়াল আদালতে। সিবিআই (CBI) তদন্তের দাবিতে কলকাতা হাই কোর্টে মামলা দায়ের করলেন মৃত যুবক মৃত্যুঞ্জয় বর্মনের দাদা মৃণালকান্তি বর্মন। মঙ্গলবার তিনি বিচারপতি রাজাশেখর মান্থার এজলাসে মামলা দায়েরের অনুমতি চান। বিচারপতি তা মঞ্জুর করেন। বুধবার এই মামলা শুনানির সম্ভাবনা বলে আদালত সূত্রে খবর।

গত বুধবার রাতে সীমান্তবর্তী রাধিকাপুর গ্রামে পুলিশের অভিযান চলার সময়ে মৃত্যুঞ্জয় বর্মনের বাড়িতে পুলিশ ঢুকে পড়ে বলে অভিযোগ। তাঁর বাবাকে পুলিশ গ্রেপ্তার করতে গেলে পুলিশ গুলি চালায়। অভিযোগ, তাতেই মৃত্যুঞ্জয়ের মৃত্যু হয়। ঘটনা নিয়ে শোরগোল  পড়ে যায় এলাকায়।  রাজনৈতিক চাপানউতোর শুরু হয়।  সোমবারই ঘটনার তদন্তভার সিআইডি-কে দেওয়া হয়। সিআইডি (CID) দায়িত্ব পেয়েই কাজে নেমে পড়ে।  সোমবারই ঘটনাস্থলে গিয়ে নমুনা সংগ্রহ করেন আধিকারিকরা।

Advertisement

[আরও পড়ুন: তৃণমূল নেতা সৌম্যকে বিয়ে করলেন সুদীপ্তা বন্দ্যোপাধ্যায়, কেমন সাজলেন অভিনেত্রী?]

কিন্তু মৃতের পরিবার সিবিআই তদন্তের দাবিতে অনড়। সেদিনের পুলিশি অভিযানের নেতৃত্বে ছিলেন কালিয়াগঞ্জ থানার এএসআই  (ASI) মোয়াজ্জেম হোসেন, তাঁর বিরুদ্ধেই এফআইআর দায়ের করেন দাদা মৃণালকান্তি বর্মন। এর পরপরই সিআইডি তদন্তভার গ্রহণ করে।  কিন্তু পরিবারের দাবি, সিবিআই তদন্তেই ভাইয়ের মৃত্যুর প্রকৃত কারণ উঠে আসবে। সেই দাবি নিয়ে তিনি কলকাতা হাই কোর্টের (Calcutta HC) দ্বারস্থ হন। বিচারপতি রাজাশেখর মান্থার মামলার অনুমতি দেন। বুধবার সেই মামলার শুনানি হতে পারে। 
 

[আরও পড়ুন: লখনউয়ের তরুণ ক্রিকেটারকে জুতো দেখাচ্ছেন বিরাট! ভাইরাল ভিডিও ঘিরে তুঙ্গে বিতর্ক]

অন্যদিকে, কালিয়াগঞ্জে পুলিশের গুলিতে মৃত্যুঞ্জয় বর্মনের মৃত্যুর অভিযোগে দায়ের হয়েছে একটি জনস্বার্থ মামলা। বিজেপি নেতা ইন্দ্রনীল খাঁ’র মামলাটি গ্রহণ করে প্রধান বিচারপতি টি এস শিবজ্ঞানমের ডিভিশন বেঞ্চ।  মামলায় জাতীয় মানবাধিকার কমিশনের তদন্তের আরজি জানানো হয়েছে। আগামী সোমবার এই জনস্বার্থ মামলাটির শুনানি।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement