Advertisement
Advertisement

বিকৃত অঙ্গ নিয়ে জন্ম শিশুর, সদ্যোজাত বদলের অভিযোগে ক্ষুব্ধ পরিবার

দায়ের হয়েছে এফআইআর৷

Family alleges child swap in Kolkata hospital, accused held
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:June 21, 2018 8:49 pm
  • Updated:June 21, 2018 8:49 pm  

গৌতম ব্রহ্ম: একটি হাত ও পায়ের দুটি আঙুল নেই৷ সদ্যোজাতের মুখটিও ভয়ঙ্কর৷ শিশু বদলের অভিযোগ পরিবারের সদস্যদের৷ কাঠগড়ায় মুকুন্দপুরের একটি বেসরকারি হাসপাতাল৷ হাসপাতাল কর্তৃপক্ষের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের৷ হাসপাতালের মালিক ও অভিযুক্ত চিকিৎসককে গ্রেপ্তার করেছে পুলিশ৷

[তিনদিনে শহরে জলে ডুবে মৃত্যু পাঁচজনের, বাড়ছে উদ্বেগ]

Advertisement

ই এম বাইপাস লাগোয়া মুকুন্দপুরেই থাকেন সুকান্ত বিশ্বাস৷ বুধবার বিকেলে স্থানীয় গ্রিনপার্ক নার্সিংহোমে সন্তান প্রসব করেন তাঁর স্ত্রী তাপসী৷ তাঁর ভাসুর তাপস বিশ্বাস জানিয়েছেন, বিকেল সাড়ে পাঁচটা নাগাদ অপারেশন থিয়েটারে নিয়ে যাওয়া হয় তাপসীদেবীকে৷ সন্ধে সাড়ে সাতটা নাগাদ সন্তান প্রসব করেন তিনি৷ পরিবারের লোকেদের অভিযোগ, রাত ন’টা নাগাদ মা ও সদ্যোজাতকে জেনারেল বেডে দেওয়া হয়৷ তখন তাঁরা দেখেন, শিশুটির হাত ও পায়ের আঙুল নেই৷ মুখটিও ভয়ঙ্কর৷ তাপসী বিশ্বাসের বাড়ির লোকের দাবি, সদ্যোজাতের শারীরিক বিকৃতির বিষয়টি জানালে, প্লাস্টিক সার্জারি করার পরামর্শ দেন মুকুন্দপুরের গ্রিনপার্ক নার্সিংহোমের চিকিৎসকরা৷ হাসপাতাল কর্তৃপক্ষের বিরুদ্ধে শিশু বদলের অভিযোগে এফআইআর করেছেন তাপসী বিশ্বাসের পরিবারের লোকেরা৷ হাসপাতালের মালিক ও অভিযুক্ত চিকিৎসককে গ্রেপ্তার করেছে পুলিশ৷

[জামাইষষ্ঠী থেকে ফেরার পথে আক্রান্ত দম্পতি, সোদপুর স্টেশনে বধূকে ধর্ষণের চেষ্টা]

রোগীর পরিবারের বক্তব্য, গত নভেম্বর মাস থেকে গ্রিন পার্কের ওই নার্সিংহোমে চিকিৎসাধীন তাপসী বিশ্বাস৷ প্রথম থেকে তাঁকে দেখছেন ওই নার্সিংহোমের গাইনোকোলজিস্ট জিনিয়া পাল৷ গর্ভাবস্থায় একাধিকবার আলট্রাসনোগ্রাফিও করা হয়েছে প্রসূতির৷ তখন সবকিছুই স্বাভাবিক বলে জানিয়েছিলেন ওই চিকিৎসক৷ তাহলে এখন বিকৃত অঙ্গ নিয়ে কী করে শিশু জন্মাল? তাপসী বিশ্বাসের পরিবারের অভিযোগ, অপারেশন থিয়েটারেই শিশু বদলে দিয়েছে নার্সিংহোম কর্তৃপক্ষ৷ এমনকী, অপারেশন থিয়েটার থেকে একজনকে বস্তা হাতে বেরিয়ে যেতেও দেখেছেন বলে দাবি করেছেন তাঁরা৷ এখন ওই শিশুটি এনআরএস হাসপাতালে চিকিৎসাধীন৷

[বৃষ্টি হলেও আর্দ্রতার জন্য অস্বস্তি থাকবে বঙ্গে, সপ্তাহান্তে সক্রিয় হবে মৌসুমি বায়ু]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement