Advertisement
Advertisement

পথ দুর্ঘটনায় প্রয়াত দোহারের কালিকাপ্রসাদ

সুরের খেয়া পারাপার যে এভাবে থেমে যাবে কে জানত!

Famed Bengali folk singer Kalika Prasad of Dohar dies in road mishap
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:March 7, 2017 5:38 am
  • Updated:March 7, 2017 11:49 am  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: লোকগানের সুর তিনি ছড়িয়ে দিয়েছিলেন নাগরিক সীমানায়৷টেলিভিশনের রিয়ালিটি শো তাঁর জন্যই পেয়েছিল মাটির সুর, মাটির গানের ছোঁয়া৷ পথ দুর্ঘটনা থামিয়ে দিল সেই সুরের সফর৷ প্রয়াত হলেন সংগীতশিল্পী কালিকাপ্রসাদ ভট্টাচার্য৷

হুগলির গুড়াপে এক পথ দুর্ঘটনায় পড়েন শিল্পী ও তাঁর সঙ্গীরা৷ কলকাতা ফেরার পথে নিয়ন্ত্রণ হারায় তাঁর গাড়ি৷ গাড়ি নয়ানজুলিতে পড়ে যায় বলে জানা যাচ্ছে৷ এমন জায়গায় দুর্ঘটনা ঘটে যেখানে উদ্ধারকাজ চালানো সহজ ছিল না৷ফলত বেশ খানিকটা পরেই উদ্ধার করা হয় তাঁদের৷ নিয়ে যাওয়া বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতালে৷ সেখানে মৃত ঘোষণা করা হয় শিল্পীকে৷ তাঁর সঙ্গীদের অবস্থাও সঙ্কটজনক৷

Advertisement

বাঙালির কাছে ‘দোহার’ এখন পরিচিত নাম৷ শুধু পরিচিত বলা ভুল, এই প্রজন্মের কাছে লোকগান ও দোহার যেন অনেকটাই সমার্থক হয়ে দাঁড়িয়েছে৷ শুধু গাওয়া নয়, লোকগানের গবেষণার দিকটিকেও সমানে চালিয়ে নিয়ে যাচ্ছিলেন কালিকাপ্রসাদ৷ সেই সঙ্গে ছিল প্রয়োগের দিকটাও৷ প্রজন্ম পরম্পরায় লোকগানকে এগিয়ে নিয়ে যাওয়ার ব্যাটনটি যেন এই সময়ে তাঁর হাতেই তুলে দিয়েছিল প্রবহমান সময়৷ বাংলা ব্যান্ড যখন বাংলা গানের ইতিহাসে নতুন পরিবর্তন আনছে, তখন লোকগানকে নতুন আঙ্গিকে তরুণ প্রজন্মের কাছে তুলে ধরে দোহার৷ যার প্রাণপুরুষ ছিলেন কালিকাপ্রসাদ৷ পরিবেশনা, আঙ্গিক নিয়ে সর্বদাই মেতে থাকতেন পরীক্ষা-নিরীক্ষায়৷ শুধু নাগরিক মঞ্চে তুলে ধরাই নয়, রিয়ালিটি শোয়ের মতো জায়গাতেও তিনি জনপ্রিয় করে তুলেছিলেন লোকগানকে৷ যে নিষ্ঠা, প্রজ্ঞা ও সর্বোপরি প্যাশন ছিল তাঁর কাজে, তাই তাঁকে সুরের জগতে অতিপ্রিয় ‘কালিকাদা’ করে তুলেছিল৷ কিন্তু সাত সুরের সে খেয়া পারাপার যে এভাবে থেমে যাবে কে জানত! থেকে গেল স্ত্রী-কন্যা, থেকে গেল বন্ধুদের চোখের জল৷ সংস্কৃতির জগৎ হারাল নিষ্ঠাবান গবেষককে৷ সংগীত হারাল তার আর এক সাধককে৷ শোকপ্রকাশ করেছেন মুখ্যমন্ত্রীও৷ তবু শেষযাত্রায় আর কেউ দোহার থাকে না, জীবনের গানও বোধহয় শেষমেশ স্বীকার করে নেয় এই নির্মম সত্যিকে৷ জীবনের সমস্ত সফলতা ফেলে তাই চলে যায় মানুষ, যেমন চলে গেলেন কালিকাপ্রসাদ৷ শুধু অসংখ্য গুণমুগ্ধ, বন্ধুর প্রশ্নটুকু থেকে গেল, ‘এই কি কথা ছিল কালিকা?’

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement