অর্ণব আইচ: ভুয়ো পাসপোর্ট কাণ্ডে আরও কড়া লালবাজার। এবার অভিযুক্ত ৬৯ জন বাংলাদেশি নাগরিকের বিরুদ্ধে লুকআউট নোটিস জারি করা হয়েছে। ইতিমধ্যেই অভিবাসন দপ্তরকেও এই সংক্রান্ত চিঠি দেওয়া হয়েছে বলে খবর।
মৌলবাদীদের অত্যাচারে বাংলাদেশ অশান্ত হতেই ওপার বাংলার বাসিন্দারা কোনওমতে ভারতে প্রবেশের চেষ্টা শুরু করে। সেই সময়ই ভুয়ো পাসপোর্ট চক্রের হদিশ পায় পুলিশ। প্রথমে দুজনকে গ্রেপ্তার করা হয়। এরপরই প্রকাশ্যে আসে চাঞ্চল্যকর তথ্য। জানা যায়, গত কয়েকবছর ধরেই রমরমিয়ে চলছিল এই ব্যবসা। প্রতি পাসপোর্ট তৈরি করে দেওয়ার জন্য নূন্যতম ২ লক্ষ টাকা নিত এই চক্রের মাথা। এরপরই বেশ কয়েকজনকে গ্রেপ্তার করে পুলিশ। সূত্রের খবর, ১২০ জন বাংলাদেশি নাগরিক এদের মাধ্যমে ভুয়ো নথি দিয়ে পাসপোর্ট তৈরি করেছিল। তাঁদের মধ্যে অধিকাংশই বর্তমানে বেপাত্তা। চার্জশিটে তাঁদের ‘ফেরার’ দেখিয়ে এবার পাকড়াও করতে তৎপর লালবাজার। ৬৯ জনের বিরুদ্ধে লুকআউট নোটিস জারি করে অভিবাসন দপ্তরকেও চিঠি দেওয়া হয়েছে বলে খবর।
উল্লেখ্য, লালবাজারের আবেদনে ইতিমধ্যে বেশ কয়েকটি ভুয়ো পাসপোর্ট বাতিল করেছে সংশ্লিষ্ট দপ্তর। বাকি একাধিক ভুয়ো পাসপোর্ট বাতিল করার প্রক্রিয়া চলছে। তবে অনেকেই এই বেআইনিভাবে তৈরি পাসপোর্ট ব্যবহার করে অন্য দেশে গা ঢাকা দিয়ে রেখেছেন বলেই অনুমান তদন্তকারীদের।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.