Advertisement
Advertisement

Breaking News

জালনোট

ভোটের আবহে শহরে ফের উদ্ধার জালনোট, গ্রেপ্তার ২

 তাদের কাছ থেকে ১০০টি ২ হাজার টাকার জালনোট উদ্ধার করা হয়৷

Fake note worth Rs 2 Lakhs seized in Kolkata, 2 held
Published by: Monishankar Choudhury
  • Posted:May 14, 2019 11:27 am
  • Updated:May 14, 2019 11:27 am  

অর্ণব আইচ: লোকসভা নির্বাচনের সপ্তম দফার ভোটগ্রহণের আগে শহর কলকাতায় উদ্ধার জালনোট৷ ধৃত দুই জালনোট পাচারকারী৷ উদ্ধার করা হয়েছে প্রায় দুই লক্ষ টাকার জাল ভারতীয় টাকা৷ ঘটনায় তদন্ত শুরু করেছেন কলকাতা পুলিশের আধিকারিকরা৷

[আরও পড়ুন: গভীর রাতে বাজ পড়ে আগুনের গ্রাসে বেদিক ভিলেজ, আতঙ্কে অতিথিরা]

Advertisement

পুলিশ সূত্রে খবর, শহরে জালনোট পাচারকারীদের উপস্থিতির কথা জানতে পারেন গোয়েন্দারা৷ তারপরই দ্রুত ছকে ফেলা হয় অভিযানের নকশা৷ গোপন খবরের ভিত্তিতে ময়দান থানার অন্তর্গত শহিদ মিনার লাগোয়া এলাকায় সোমবার বিকেলে অভিযান চালায় কলকাতা পুলিশের স্পেশ্যাল টাস্ক ফোর্স (এসটিএফ)৷ হাতেনাতে ধরা পড়ে দুই পাচারকারী৷ তাদের কাছ থেকে ১০০টি ২ হাজার টাকার জালনোট উদ্ধার করা হয়৷ ধৃতদের নাম মণি গোবিন্দন ও ভেলু মালাপ্পন বলে জানিয়েছেন তদন্তকারীরা৷ উভয়েই তামিলনাড়ুর বাসিন্দা৷ ধৃতদের জেরা করে এই পাচারচক্রের পাণ্ডাদের হদিস পাওয়া যাবে বলেই মনে করছে এসটিএফ৷ উল্লেখ্য, আগামী রবিবার বা মে মাসের ১৯ তারিখ যাদবপুর, দমদম, দক্ষিণ ও উত্তর কলকাতা-সহ নয়টি আসনে সপ্তম দফার ভোটগ্রহণ হতে চলেছে৷ শাসক বিরোধী উভয়েরই অভিযোগ, ভোটারদের প্রভাবিত করতে শহরে বিপুল পরিমাণ অর্থ ছড়ানো হচ্ছে৷ তাই উদ্ধার হওয়া জালনোটের সঙ্গে কোনও রাজনৈতিক উদ্দেশ্য জড়িত আছে কি না, তাও খতিয়ে দেখবেন এসটিএফ-এর গোয়েন্দারা৷

উল্লেখ্য, তৃতীয় দফার ভোটের আগেও শহরে উদ্ধার করা হয়েছিল বিপুল পরিমাণ জালনোট৷ সাহাবুল শেখ নামের এক পাচারকারী থেকে উদ্ধার করা হয়েছিল ২ লক্ষ ৫০ হাজার টাকা মূল্যের জালনোট৷ এর আগে ধর্মতলা, এন্টালি-সহ একাধিক জায়গা থেকে জালনোট পাচারকারীকে গ্রেপ্তার করেছে পুলিশ৷ ধৃতদের মধ্যে কারও কাছ থেকে মিলেছে জালনোট আবারও কারও কাছ থেকে পাওয়া গিয়েছে প্রচুর পরিমাণ নগদ টাকা৷ ভোটের আগে বারবার জালনোট উদ্ধারের ঘটনায় চিন্তিত প্রশাসন৷    

[আরও পড়ুন: শেষ দফার আগে পুলিশের সঙ্গে বৈঠক ডেপুটি নির্বাচন কমিশনারের]

 

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement