Advertisement
Advertisement
Fake medicines

কলকাতার বুকে জাল ওষুধচক্র ফাঁসেও বাংলাদেশ যোগ! কেন্দ্রের অভিযানে গ্রেপ্তার মহিলা

সেন্ট্রাল ড্রাগস স্ট্যান্ডার্ন্ড কন্ট্রোল অর্গানাইজেশনের বাজেয়াপ্ত জাল ওষুধের আনুমানিক বাজারমূল্য ৬.৬ কোটি টাকা বলে জানা যাচ্ছে।

Fake medicines made in Bangladesh of worth 6.6 crores seized from Kolkata, woman arrested
Published by: Sucheta Sengupta
  • Posted:December 31, 2024 1:46 pm
  • Updated:December 31, 2024 3:09 pm  

অর্ণব আইচ: জাল ওষুধ চক্র রুখতে বর্ষশেষে কেন্দ্রের লাগাতার অপারেশন। আর সেই অভিযানেই কলকাতার বুকে ফাঁস হল বড়সড় চক্র। আর তাতেও মিলল বাংলাদেশ যোগ! দেশি-বিদেশি নামী কোম্পানির ওষুধ নিয়ে কালোবাজারির অভিযোগে গ্রেপ্তার এক মহিলা। তিনি রিজেন্ট পার্কের বাসিন্দা বলে জানা গিয়েছে। ক্যানসার, ডায়বেটিস মোকাবিলার ওষুধ বাজেয়াপ্ত হয়েছে। কেন্দ্রের এই অভিযান বড়সড় সাফল্য পেল বলে মনে করা হচ্ছে। দেশজুড়ে এধরনের অপারেশন আরও চলবে বলে ড্রাগ কন্ট্রোল সূত্রে খবর।

সেন্ট্রাল ড্রাগস স্ট্যান্ডার্ন্ড কন্ট্রোল অর্গানাইজেশন, পূর্বাঞ্চলীয় শাখার তরফে গোপন সূত্রে খবর পেয়ে মঙ্গলবার কলকাতায় অভিযান চালানো হয়। তাতে উদ্ধার হয় প্রচুর ওষুধ, যার আনুমানিক বাজারমূল্য ৬.৬ কোটি টাকা। বাংলাদেশ, আমেরিকা, তুরস্ক, আয়ারল্যান্ডের তৈরির সেসব ওষুধ। কোনওটা ক্যানসার নিরাময়ের, কোনওটা আবার ডায়বেটিসের। কোনও কোনও  ওষুধের স্ট্রিপে লেখা – ‘মেড ইন বাংলাদেশ’। কিন্তু এসব ওষুধ ভারতে আমদানির জন্য যেসব নথি প্রয়োজন, তা পাওয়া যায়নি। কে বা কারা এত বড়সড় চক্র চালাচ্ছে, তার তদন্তে নেমে ড্রাগস কন্ট্রোল অর্গানাইজেশনের সদস্যরা এক মহিলার খোঁজ পান। জানতে পারেন, তাঁর নেতৃত্বে জাল ওষুধের পাইকারি ব্যবসা চলছে। রিজেন্ট পার্কের ওই মহিলাকে গ্রেপ্তারের পর আদালতে পেশ করা হয়েছে। ১৪ দিনের জেল হেফাজতের নির্দেশ দেন বিচারক। তাঁকে জেরা করে এই অসাধু চক্রের অন্যান্যদের খোঁজ চলছে।

Advertisement

স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রকের তরফে জানানো হয়েছে, জনস্বাস্থ্যের দিকে নজর রেখে জাল ওষুধ বিরোধী অভিযান চলবেই। এক্ষেত্রে ‘জিরো টলারেন্স’ নীতি নেওয়া হয়েছে। শুধু জাল ওষুধ রুখে দেওয়ার অভিযানই নয়, বাজারে ওষুধের গুণগত মান পরীক্ষাতেও নজর দেওয়া হচ্ছে। যাতে নিম্নমানের কোনও ওষুধ আর বিক্রি না হয়, তার জন্যও অপারেশন চলছে। এদিন কলকাতা থেকে যে সমস্ত ওষুধ বাজেয়াপ্ত করা হয়েছে, সেসব পাঠানো হয়েছে ল্যাবরেটরিতে, গুণগত মান পরীক্ষার জন্য।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement