Advertisement
Advertisement

Breaking News

ED Officer

ইডি অফিসার পরিচয়ে বিয়ের ফন্দি! CGO কমপ্লেক্সের সামনে অভিযুক্তকে বেঁধে মার

বিয়ের কার্ডও ছাপা হয়ে গিয়েছিল।

Fake ED Officer allegedly beaten up near CGO Complex
Published by: Paramita Paul
  • Posted:January 30, 2024 5:34 pm
  • Updated:January 30, 2024 7:56 pm  

বিধান নস্কর, বিধাননগর: ইডি অফিসার পরিচয় বিয়ে করার ফন্দি! কিন্তু অফিসে খোঁজখবর নিতেই বিয়ের আগের দিন ভেস্তে গেল যুবকের লোক ঠকানোর ছক। শেষপর্যন্ত মঙ্গলবার ভুয়ো ইডি অফিসারকে সিজিও কমপ্লেক্সের গেটে বেঁধে পেটানো হয়। পরে তাঁকে নিয়ে চলে যায় অভিযোগকারী পরিবারের সদস্যরা। স্বাভাবিকভাবে এই ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। অভিযোগ, ইডি অফিসার সেজে একাধিক পরিবারকে ঠকিয়েছেন ওই যুবক। চক্রে যুক্ত রয়েছে অভিযুক্তর বাবা-মাও। 

জানা গিয়েছে, অভিযুক্ত সোনারপুরের বাসিন্দা প্রদীপ সাহা। অভিযোগ, বিরাটির বাসিন্দা এক যুবতীর সঙ্গে তাঁর সোশ্যাল মিডিয়াতে যোগাযোগ হয়। এর পর তাঁদের মধ্যে পরিচিতি বাড়ে। অভিযুক্ত প্রদীপ নিজেকে ইডি অফিসার পরিচয় দিয়ে মেয়েটিকে বিয়ে করতে চান। দুজনের বিয়ের কার্ড পর্যন্ত ছাপা হয়ে গিয়েছিল। মেয়েটির পরিবারের লোকেদের সন্দেহ হওয়ায় তাঁরা ইডি দপ্তরে এসে প্রদীপ সাহার সম্বন্ধে খোঁজ নেন। জানতে পারেন, ওই নামে কেউ ইডি অফিসে কাজ করে না।

Advertisement

[আরও পড়ুন: বাজেট অধিবেশনেই CAA লাগুর পরিকল্পনা! কোন পথে হাঁটছে কেন্দ্র?]

এর পরই মঙ্গলবার প্রদীপ সাহাকে হাত বাঁধা ও গলায় ইডির ভুয়ো আই কার্ড ঝোলানো অবস্থায় বেঁধে নিয়ে তাঁরা উপস্থিত হয় ইডি অফিসে। ইডি অফিসের বাইরে অভিযুক্ত প্রদীপকে মারধর করে তারা। পরিস্থিতি উত্তেজিত হয়ে উঠছে বুঝতে পেরে রক্তাক্ত অবস্থায় অভিযুক্তকে গাড়িতে করে নিয়ে চম্পট দেয় অভিযোগকারীর পরিবার।

 

[আরও পডুন: আরএসএস নেতা খুনে পপুলার ফ্রন্টের ১৫ সদস্যকে মৃত্যুদণ্ড দিল কেরলের আদালত]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement