সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ডাক্তারের গাফিলতিতে শিশুমৃত্যুর অভিযোগ। এই নিয়ে রোগীর পরিবার হইচই করায় ধরা পড়ল জালিয়াতি। জানা গেল অভিযুক্ত চিকিৎসক জাল। ফের খাস কলকাতায় সন্ধান মিলল আরও এক ভুয়ো ডাক্তারের। মৃতের পরিজনরা অভিযুক্তকে মানিকতলা থানায় ধরে নিয়ে যায়। উল্টোডাঙা মেন রোডের এই ঘটনায় ধৃত সঞ্জীব চাকি তাঁর কোনও সার্টিফিকেট দেখাতে পারেননি। অভিযোগ, সাদা কাগজে ওষুধ লিখে দিনের পর দিন তিনি লোক ঠকিয়েছেন।
গাঁয়ে-গঞ্জে নয়, আরও একবার কলকাতাতেই খোঁজ মিলল জাল চিকিৎসকের। উল্টোডাঙা মেন রোডের বাসিন্দা বিশ্বজিৎ নস্করের শিশুপুত্র গত ২৪ তারিখ অসুস্থ হয়ে পড়ে। বিশ্বজিৎবাবু ছেলেকে যে ডাক্তারকে দেখান তিনি উল্টোডাঙায় ছিলেন না। অগত্যা পাড়ার এক ডাক্তার সঞ্জীব চাকির কাছে তিনি ছেলেকে নিয়ে গিয়েছিলেন। অভিযোগ সাদা কাগজে ওষুধ লিখে সঞ্জীব চিকিৎসা শুরু করেন। সঞ্জীব যে ওষুধ দিয়েছিলেন তাতে শিশুটির রোগ সারছিল না। এই নিয়ে তাঁর সঙ্গে যোগাযোগ করা হলেও পুরনো ওষুধ খাওয়ার পরামর্শ দিয়েছিলেন। শুক্রবার রাতে শিশুটির অবস্থার অবনতি হয়। নিয়ে যাওয়া হয় আর জি কর হাসপাতালে। সেখানেই বাচ্চাটি মারা যায়। এরপর শিশুর ক্ষুব্ধ পরিজনরা সঞ্জীবের বাড়িতে চড়াও হয়। তাঁর সার্টিফিকেট দেখতে চাওয়া হয়। কিন্তু সঞ্জীব তা দেখাতে পারেননি। এরপর মৃতের আত্মীয় এবং এলাকার লোকজনই অভিযুক্ত ডাক্তারকে মানিকতলা থানায় নিয়ে যান। থানার তদন্তকারী আধিকারিকরা জানান, ওই চিকিসৎকের কথায় অসঙ্গতি ধরা পড়েছে। তিনি কোনও সার্টিফিকেট দেখাতে পারেননি। ধৃত জাল চিকিৎসককে আদালতে পেশ করা হবে। প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান অভিযুক্ত সঞ্জীব চাকি ভুয়ো চিকিৎসক।
অভিযোগ ধৃত সঞ্জীব চাকি বেশ কিছু দিন ধরে ওই এলাকায় ডাক্তারি চালাচ্ছিলেন। তাঁর হাতযশে ওই এলাকায় আরও কোনও অসুবিধা হয়েছে কিনা পুলিশ তা খতিয়ে দেখছে। তবে উল্টোডাঙার মতো এলাকায় অভিযুক্ত ভুয়ো ডাক্তার কীভাবে এই কারবার চালিয়ে যাচ্ছিলেন তা নিয়ে তদন্ত শুরু হয়েছে।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.