অর্ণব আইচ: হিন্দু নির্যাতন নিয়ে তীব্র অরাজক পরিস্থিতি প্রতিবেশী বাংলাদেশে। আর এই পরিস্থিতির সুযোগ নিয়ে সীমান্তে আরও সক্রিয় হল পাচারচক্র। বৃহস্পতিবার সকালে ধর্মতলা থেকে বিপুল পরিমাণ জালনোট উদ্ধার হওয়ায় প্রাথমিকভাবে এমনই অনুমান গোয়েন্দা। এদিন কলকাতা পুলিশের এসটিএফ অভিযান চালিয়ে ধর্মতলার বাসস্ট্যান্ড থেকে প্রায় ৩ লক্ষ টাকার জালনোট (Fake Currency) বাজেয়াপ্ত করেছে। আটক করা হয়েছে এক ব্যক্তিকে। প্রাথমিক অনুমান, বাংলাদেশ থেকে তা কলকাতায় পাচার হচ্ছিল।
এসটিএফের কাছে গোপন সূত্রে খবর ছিল যে ফের শহরে জালনোট পাচারের একটি পরিকল্পনা রয়েছে। তা উত্তরবঙ্গ থেকে ঢুকবে বলেও সূত্র মারফত জানতে পেরেছিলেন গোয়েন্দারা। সেইমতো বৃহস্পতিবার সকালে পরিকল্পনা করে ধর্মতলা বাসস্ট্যান্ডে তাঁরা হাজির হন। উত্তরবঙ্গ থেকে একটি বাস ডিপোয় ঢোকার সঙ্গে সঙ্গে তাঁরা তল্লাশি চালান। এক যাত্রীর ব্যাগ থেকে উদ্ধার হয় বিপুল পরিমাণ জালনোট। সবই ছিল ৫০০ টাকার নোটের বান্ডিল। গুনে দেখা যায়, তা প্রায় তিন লক্ষ টাকা। কোথা থেকে এই নোটগুলি আসছিল, কোথায় পাচারের ছক ছিল, সেসব খতিয়ে দেখছেন গোয়েন্দারা। তবে প্রাথমিকভাবে এর নেপথ্য়ে বাংলাদেশের যোগ দেখছেন তাঁরা। উত্তরবঙ্গ হয়ে তা এরাজ্য দিয়ে অন্যত্র পাচারের ছক ছিল কি না, তাও খতিয়ে দেখা হচ্ছে।
গোয়েন্দাদের হাতে আটক হওয়া ওই ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ করে জানা যাচ্ছে, তিনি মালদহের বৈষ্ণবনগরের বাসিন্দা। কালিয়াচক থেকেই উত্তরবঙ্গ থেকে ধর্মতলায় আসার বাসে উঠেছিলেন। কিন্তু কোথা থেকে ওই নোটের বান্ডিল তাঁর কাছে এল, সেগুলো কার কাছে পৌঁছে দেওয়ার কথা ছিল, এসব নিয়ে এখনও মুখ খোলেননি ওই ব্যক্তি। তাকে জিজ্ঞাসাবাদ করে সমস্ত তথ্য জানার চেষ্টা করছেন তদন্তকারীরা।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.