Advertisement
Advertisement

পুলিশের স্টিকার লাগানো গাড়ি দাঁড় করিয়ে তোলাবাজি, গ্রেপ্তার ৪

বেলঘরিয়া এক্সপ্রেসওয়ের ঘটনায় চাঞ্চল্য৷

Fake cops held for extortion
Published by: Sayani Sen
  • Posted:December 19, 2018 2:21 pm
  • Updated:December 19, 2018 2:21 pm

আকাশনীল ভট্টাচার্য, বারাকপুর: পুলিশের স্টিকার লাগানো গাড়ি রাস্তায় দাঁড় করিয়ে রেখে তোলাবাজির অভিযোগ৷ বেলঘরিয়া এক্সপ্রেসওয়ে থেকে গ্রেপ্তার ৪ যুবক৷ স্থানীয় বাসিন্দাদের অভিযোগের ভিত্তিতেই এই চারজনকে পাকড়াও করেন তদন্তকারীরা৷

[জোড়া পদ্ধতিতে জাল মদ, বড়দিনের উৎসবে শঙ্কায় আবগারি দপ্তর]

মঙ্গলবার রাতে আচমকাই তীব্র যানজট তৈরি হয় বেলঘরিয়া এক্সপ্রেসওয়েতে৷ কেন এমন পরিস্থিতি হল শহরের অদূরে ব্যস্ততম এই রাস্তাটি৷ অবাক হয়ে যান পথচলতিরা৷ যানজটের উৎপত্তি জানতে গিয়ে চক্ষু চড়কগাছ তাঁদের৷ দেখেন, রাস্তায় লরি থামিয়ে চারজন যুবক টাকা আদায় করছে৷ অদূরে দাঁড়িয়ে রয়েছে পুলিশের গাড়ি৷ বেশ কিছুক্ষণ দূর থেকে দাঁড়িয়ে পথচলতিরা ওই যুবকদের কথা শোনে৷ তাদের কথাবার্তা শুনে সন্দেহ হয়৷ পালটা ওই চার যুবককে ঘিরে ধরেন স্থানীয়রা৷ তাদের পরিচয় জানতে চান তাঁরা৷ এর মাধ্যে এক যুবক নিজেকে আইপিএস অফিসার বলেও পরিচয় দেয়৷ মুখোমুখি দাঁড়িয়ে চার যুবক কথা বললেও, তাদের কথায় মেলে একাধিক অসঙ্গতি৷ তাতেই সন্দেহের অবসান হয় পথচলতিদের৷ স্থানীয়রা বুঝতে পারেন এই যুবকেরা নিজেদের পুলিশ বলে পরিচয় দিলেও, তা আদতে সঠিক নয়৷ পথচলতিদের থেকে খবর পেয়ে ততক্ষণে ঘটনাস্থলে পৌঁছন পুলিশ আধিকারিকরা৷ পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ওই চার যুবককে প্রথমে আটক করে৷ একটানা জেরা করা হয় তাদের৷ প্রথমে নিজেদের অবস্থানেই স্থির ছিল ওই যুবকেরা৷ পরে যদিও আসল কথা স্বীকার করে নেয়৷ পুলিশ পরিচয় দিয়ে তোলাবাজি করছিল বলেই জেরায় জানায় ওই চার যুবক৷ পুলিশের স্টিকার লাগানো ওই গাড়িটিও বাজেয়াপ্ত করেছে পুলিশ৷ স্বীকারোক্তির পরই পুলিশ চারজনকে গ্রেপ্তার করে৷ ধৃতদের বিরুদ্ধে আর্থিক প্রতারণার মামলা রুজু হয়েছে৷

Advertisement

[পুলিশের স্টিকার লাগানো গাড়িতে এল চোর! তারপর…..]

উল্লেখ্য, এর আগে পুলিশের স্টিকার লাগানো গাড়ি হাঁকিয়ে ব্যাটারি চুরি করতে এসে বিপাকে পড়ে পাঁচ দুষ্কৃতী৷ একজনকে ধরে বেধড়ক মারধরও করেন স্থানীয় বাসিন্দারা। গাড়িটিতে আগুন ধরিয়ে দেওয়া হয়। এই ঘটনাকে কেন্দ্র করে রীতিমতো চাঞ্চল্য ছড়ায় বসিরহাটের মাটিয়ার ঘোড়ারাস গ্রামে।

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement