Advertisement
Advertisement
Vaccine

হাসপাতালে বাক্স বাক্স মেয়াদ উত্তীর্ণ করোনার ভ্যাকসিন! আরও ছ’মাস ব্যবহার নিরাপদ, দাবি চিকিৎসকদের

ঠিক কী বলছেন চিকিৎসকরা?

Expired corona vaccine found in Kolkata's hospital | Sangbad Pratidin

ছবি: প্রতীকী

Published by: Tiyasha Sarkar
  • Posted:December 21, 2021 5:13 pm
  • Updated:December 21, 2021 5:13 pm  

অভিরূপ দাস: থরে থরে করোনা টিকা (Covid-19)। সবকটার গায়ে লেখা ৩১ অক্টোবর মেয়াদ শেষ। ২০ ডিসেম্বর তা নিতে গিয়ে চোখ কপালে উঠছে আম জনতার। প্রশ্ন, “এ টিকা নিলে হিতে বিপরীত হবে না তো?” ইতিমধ্যেই এ বিষযে অভিযোগ জমা পড়েছে রাজ্য স্বাস্থ্য নিয়ন্ত্রক কমিশনে। তবে চিকিৎসকদের দাবি, আরও ছ’মাস ব্যবহার করা যাবে ওই টিকা। 

সূত্রের খবর, কো-উইনের মাধ্যমে স্লট বুক করে সন্তোষপুরের বাসিন্দা কৃষ্ণা সুর দিনকয়েক আগে টিকা নিতে গিয়েছিলেন মেডিকা সুপার স্পেশ্যালিটি হাসপাতালে। কিন্তু সেখানে গিয়ে দেখেন, কোভ্যাক্সিনের প্যাকেটের গায়ে লেখা ৩১ অক্টোবর শেষ হয়ে গিয়েছে মেয়াদ।  কৃষ্ণাদেবীর স্বামী রঞ্জিত শূরের কথায়, “মেয়ার উত্তীর্ণ ভ্যাকসিন কীভাবে নেওয়া সম্ভব? আমরা টিকা নিইনি। অভিযোগ জানিয়েছি রাজ্য স্বাস্থ্য নিয়ন্ত্রক কমিশনে।”

Advertisement

[আরও পড়ুন: KMC Election: পুরভোটে দলনেত্রীকে সেরা উপহার! মমতার ব্যবধানকে টপকে গেলেন ভ্রাতৃবধূ কাজরী]

মেডিকা সুপার স্পেশ্যালিটি হাসপাতালের চেয়ারম্যান অলোক রায় জানিয়েছেন, কো-ভ্যাকসিনের বাক্সের গায়ে ‘এক্সপেয়ারি ডেট’ ৩১ অক্টোবর লেখা। কিন্তু ওই ভ্যাকসিন নিতে কোনও অসুবিধা নেই। কিন্তু কীভাবে? অলোক রায়ের দাবি, ভ্যাকসিন নির্মাতা সংস্থা ভারত বায়োটেক নিজেই জানিয়েছে, আরও ছ’মাস নির্বিঘ্নে ব্যবহার করা যাবে কো-ভ্যাকসিন। জানা গিয়েছে, শুধুমাত্র কো ভ্যাকসিন নয়, অনেক স্পুটনিক ভি বাক্সের গায়েও লেখা ‘এক্সপেয়ারি ডেট’ সেপ্টেম্বর ৩০ অথবা অক্টোবর ৩১!

পিয়ারলেস হাসপাতালের ক্লিনিক্যাল ডিরেক্টর ডা. শুভ্রজ্যোতি ভৌমিক জানিয়েছেন, অনেকেই মেয়াদ ফুরনো টিকা নিতে ভয় পাচ্ছেন। কিন্তু সেই ভয় অমূলক। কারণ, কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক থেকেই জানানো হয়েছে ওই ভ্যাকসিন আরও ছ’মাস ব্যবহার করতে কোনও অসুবিধে নেই। ডা. ভৌমিকের দাবি, যাঁরা ভয় পাচ্ছেন প্রয়োজনে আমরা তাঁদের কাগজ দেখাতে পারি। সূত্রের খবর, ভ্যাকসিন বানানোর পর তা কতদিন ঠিক থাকবে তা জানতেন না নির্মাতারা। আন্দাজে বাক্সের গায়ে ছ’মাস মেয়াদকাল লেখা হয়েছিল। এরপর নানান পরীক্ষানিরীক্ষা করে দেখা গিয়েছে, ১২ মাস দিব্যি তরতাজা থাকছে ভ্যাকসিন। সে সময় ভারত বায়োটেক সেই তথ্য জমা দেয় ভারত সরকারের কাছে। মেয়াদ বাড়লেও, নতুন মেয়াদের লেবেল আসেনি। পুরনো লেবেল দেখে আতঙ্কিত হয়ে পরছেন টিকা গ্রহীতারা।

[আরও পড়ুন: Kolkata Municipal Election 2021: দলনেত্রীর ভরসার মর্যাদা, কলকাতা পুরভোটে তৃণমূলের প্রমীলা ব্রিগেডের জয়জয়কার]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement