Advertisement
Advertisement

Breaking News

wife of Abhishek Banerjee

কলকাতা হাই কোর্টে ফের সোনা কাণ্ড, অভিষেক পত্নীর সমন খারিজের নির্দেশ চ্যালেঞ্জ শুল্ক দপ্তরের

রুজিরার মামলার প্রেক্ষিতে শুল্ক দপ্তরের জারি করা সমন খারিজ করে দেয় হাই কোর্টের সিঙ্গল বেঞ্চ।

Excise department files a case in Kolkata High Court against wife of Abhishek Banerjee ।Sangbad Pratidin
Published by: Sayani Sen
  • Posted:December 7, 2020 9:51 pm
  • Updated:December 7, 2020 9:51 pm  

শুভঙ্কর বসু: বিমানবন্দর সোনা কাণ্ডে তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের স্ত্রী রুজিরা বন্দ্যোপাধ্যায় (Rujira Banerjee) ও তাঁর বোন মেনকা গম্ভীরের বিরুদ্ধে শুল্ক দপ্তরে পাঠানো সমন বেআইনি আখ্যা দিয়ে খারিজ করে দিয়েছিল কলকাতা হাই কোর্ট। বিচারপতি রাজর্ষি ভরদ্বাজের সিঙ্গল বেঞ্চের সেই নির্দেশ চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চের দ্বারস্থ হয়েছে শুল্ক দপ্তর। সোমবার বিচারপতি ইন্দ্রপ্রসন্ন মুখোপাধ্যায়ের ডিভিশন বেঞ্চে সেই মামলার শুনানিতে শুল্ক দপ্তরের তরফে উপস্থিত আইনজীবী ভাস্করপ্রসাদ বন্দোপাধ্যায় বক্তব্য উপস্থাপনের জন্য দু’সপ্তাহ সময় চান। কিন্তু আদালত প্রশ্ন তুলেছে, মামলাটি দীর্ঘদিন ধরে চলছে। তা সত্ত্বেও কেন আরও সময় দেওয়া হবে? এরপর আগামী বৃহস্পতিবার পর্যন্ত শুল্ক দপ্তরকে সময় দিয়েছে ডিভিশন বেঞ্চ। ওই দিন মামলার শুনানি।

এই মামলার সূত্রপাত ২০১৯-এ। ওই বছরের ১৬ মার্চ রুজিরা তাঁর দিদি মেনকা গম্ভীরের সঙ্গে ব্যাংকক থেকে কলকাতায় ফেরেন। কলকাতা হাই কোর্টে (Calcutta High Court) দায়ের করা মামলায় রুজিরা দাবি করেছিলেন, ওই দিন তিনি কলকাতা বিমানবন্দরে নামার পর শুল্ক দপ্তরের কর্মীরা তাঁর কাছে ঘুষ চান। তিনি তা দিতে অস্বীকার করলে তাঁকে মালপত্র সমেত বিমানবন্দরের রেড চ্যানেলে নিয়ে যাওয়া হয়। সেখানে তাঁদের মালপত্র প্রথমে এক্স-রে মেশিন এবং পরে খুলে তল্লাশি করা হয়। কোনও ধরনের বেআইনি জিনিস বা নিষিদ্ধ পদার্থ তাঁদের কাছে পাওয়া যায়নি। এরপরে শুল্ক দপ্তরের কর্মীরা তাঁদের কাছ থেকে জোর করে টাকা আদায় করার চেষ্টা করেন।

Advertisement

[আরও পড়ুন: শিয়ালদহ স্টেশনে ফিরলেন হকাররা, রাজ্যের ঘাড়েই দায় চাপাল রেল]

এরপর নেতাজি সুভাষচন্দ্র বসু আন্তর্জাতিক বিমানবন্দর (এনএসসিবিআই) থানায় গিয়ে শুল্ক কর্মীদের বিরুদ্ধে তোলাবাজি এবং ভয় দেখানোর অভিযোগ দায়ের করেন। ওই বছরেরই ২২ মার্চ শুল্ক দপ্তরের সহকারি কমিশনার এস কে বিশ্বাস এনএসসিবিআই থানায় রুজিরা বন্দ্যোপাধ্যায় এবং মেনকা গম্ভীরের বিরুদ্ধে ভয় দেখানোর অভিযোগ দায়ের করেন। তার ক’দিন পর ২৬ মার্চ দু’জনকে শুল্ক দপ্তরের হাজিরা দেওয়ার জন্য সমন পাঠানো হয়। রুজিরার মামলার প্রেক্ষিতে শুল্ক দপ্তরের জারি করা ওই সমন খারিজ করে দেয় হাই কোর্টের সিঙ্গল বেঞ্চ।

[আরও পড়ুন: বিজেপি, কংগ্রেস ও বাম জোট বেঁধে কাজ করছে, মুখ্যমন্ত্রীর অভিযোগের কী জবাব দিলেন অধীর-সুজন?]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement