সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: একদিকে যখন প্রধানমন্ত্রী গুজরাতে নোট বাতিল ইস্যুতে বক্তব্য রাখছেন ঠিক তখনই মোদিকে বিঁধে টুইট করলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়।
টুইটে তিনি বলেন, “মোদি বাবু বুঝতে পেরেছেন তাঁর নোট বাতিল ইস্যু লাইনচ্যুত হয়ে গিয়েছে। ভাষণ দেওয়া ছাড়া তাঁর কাছে অন্য কোনও সমাধান নেই।”
প্রসঙ্গত, গত ৮ নভেম্বর কালো টাকার রমরমা রুখতে দেশের অভ্যন্তরেই সার্জিক্যাল স্ট্রাইক চালিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। দেশে রাতারাতি বাতিল ঘোষণা করা হয়েছিল ৫০০ ও ১০০০ টাকার নোট। এই ঘটনায় সাধারণ মানুষ সমস্যার সম্মুখীন হচ্ছে, মূলত এই দাবি তুলেই মোদির বিরোধিতা করে এসেছেন মমতা। ঘটনার প্রতিবাদে দেশের বিরোধী দলগুলি মূলত তাঁর নেতৃত্বেই কেন্দ্রের বিরোধিতায় একজোট হয়েছে। আর এদিন টুইটের মাধ্যমে তিনি সেই বিরোধিতাই জারি রাখলেন।
Modi babu knows that #DeMonetisation now derailed. Except giving bhashan, he has no solution
— Mamata Banerjee (@MamataOfficial) December 10, 2016
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.