Advertisement
Advertisement

Breaking News

তৃণমূলের প্রার্থী ঘোষণার দিনেই বিজেপিতে নাম লেখালেন অনুপম

বিজেপিতে যোগ দিলেন সিপিএম-কংগ্রেসের দুই বিধায়ক৷

 EX TMC MP Anupam Hazra joins BJP
Published by: Tanujit Das
  • Posted:March 12, 2019 7:39 pm
  • Updated:March 12, 2019 7:39 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: তৃণমূলের প্রার্থী ঘোষণার দিনই বিজেপিতে যোগদান করলেন বহিষ্কৃত তৃণমূল সাংসদ অধ্যাপক অনুপম হাজরা৷ তাঁর সঙ্গে গেরুয়া শিবিরে নাম লেখালেন বাগদার কংগ্রেস বিধায়ক দুলাল চন্দ্র বর৷ এবং হবিবপুরের সিপিএম বিধায়ক খগেন মুর্মু৷ মঙ্গলবার নয়াদিল্লিতে বিজেপির সদর দপ্তরে গেরুয়া শিবিরে নাম লেখান তাঁরা৷ স্বাগত জানান, বিজেপির কেন্দ্রীয় সাধারণ সম্পাদক কৈলাস বিজয়বর্গীয়, মুকুল রায়৷

[লোকসভায় তৃণমূলের প্রার্থী হচ্ছেন সুব্রত মুখোপাধ্যায়-মালা রায়, ঘোষণা মমতার ]

Advertisement

তিনি যে বিজেপিতে নাম লেখাচ্ছেন, এদিন সকালেই তা পরিষ্কার করে দিয়েছিলেন অনুপম হাজরা৷ কৈলাস বিজয়বর্গীয়ের সঙ্গে ছবি দিয়ে ফেসবুকে তিনি লেখেন, ‘A fresh beginning’৷ এদিন বিজেপির তরফে আবারও দাবি করা হয়, একাধিক দল থেকে অনেকেই বিজেপিতে যোগদান করতে মুখিয়ে রয়েছে৷ আগামী দিনে তাঁরা যোগদান করবেন৷ সোশ্যাল মিডিয়ায় দলবিরোধী পোস্ট করায় এবং দলের ভাবমূর্তি ক্ষুণ্ণ করায় গত ৯ জানুয়ারি তাঁকে বহিষ্কার করেছিল তৃণমূল। একই অভিযোগে দল থেকে বহিষ্কার করা হয়েছিল বিষ্ণুপুরের সাংসদ সৌমিত্র খাঁকেও। সৌমিত্র বিজেপিতে যোগ দেন৷ কিন্তু এতদিন জল্পনা জিইয়ে রাখেন অনুপম হাজরা৷ অবশেষে সেই জল্পনায় ইতি পড়ল৷ মঙ্গলবার তিনিও গেরুয়া উত্তরীয় গায়ে চড়ালেন৷

[পাচারের আগে সাঁতরাগাছিতে উদ্ধার হাতির দাঁত, গ্রেপ্তার বাবা ও মেয়ে]

এর আগে বিজেপিতে নাম লিখিয়েছেন বিষ্ণুপুরের সাংসদ সৌমিত্র খাঁ, শাসকদল ঘনিষ্ঠ প্রাক্তন আইপিএস ভারতী ঘোষ এবং তৃণমূল ছাত্র পরিষদের প্রাক্তন সভাপতি শঙ্কুদেব পণ্ডা৷ মঙ্গলবার প্রার্থী তালিকা ঘোষণা করেছে তৃণমূল৷ সূত্রের খবর, শাসকদলের যে সমস্ত প্রার্থীরা টিকিট পেলেন না বা যাঁরা বিক্ষুব্ধ, এবার তাঁদের টার্গেট করতে পারে গেরুয়া শিবির৷ তাঁদের দলে টেনে, টিকিট দিতে করতে পারে পদ্ম শিবির৷

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement