Advertisement
Advertisement
বিদ্যাসাগর কলেজ

দুষ্কৃতী হামলায় ঐক্যবদ্ধ প্রতিবাদ, জোট বেঁধে ধরনায় বিদ্যাসাগর কলেজ

কলেজের নিরাপত্তা চেয়ে মুখ্যমন্ত্রীকে চিঠি কলেজ কর্তৃপক্ষের৷

Ex-Students, teachers of Vidyasagar college to stage protest
Published by: Tanujit Das
  • Posted:May 15, 2019 1:54 pm
  • Updated:May 15, 2019 1:54 pm  

ধ্রুবজ্যোতি বন্দ্যোপাধ্যায়: মঙ্গলবার অমিত শাহের রোড শোকে কেন্দ্র করে বিদ্যাসাগর কলেজ যে ধ্বংসলীলার মুখে পড়েছে, তার প্রতিবাদে ধরনায় বসতে চলেছেন কলেজের অধ্যক্ষ, সমস্ত অধ্যাপক, পড়ুয়া ও প্রাক্তনীরা৷ বুধবার কলেজের সামনেই এই ধরনা কর্মসূচি পালনের সিদ্ধান্ত নিয়েছেন তাঁরা৷ এদিন দুপুর ১২টায় কলেজের কর্তৃপক্ষ, পড়ুয়া ও প্রাক্তনীদের সঙ্গে বৈঠকের পর এই ঘোষণা করেন বিদ্যাসাগর কলেজের অধ্যক্ষ গৌতম কুণ্ডু৷ পাশাপাশি, কলেজের নিরাপত্তা চেয়ে মুখ্যমন্ত্রীকে চিঠি দেওয়া হয়েছে৷ এবং সমগ্র ঘটনার নিন্দা করে একটি প্রস্তাবও পাঠানো হয়েছে বলে জানান তিনি৷

[ আরও পড়ুন: বঙ্গে মোদি-বিরোধিতায় বিদ্বজ্জনদের সমবেত কণ্ঠে তৃণমূলকে জয়ী করার ডাক ]

Advertisement

মঙ্গলবারের ঘটনাকে কেন্দ্র করে তুঙ্গে রাজনৈতিক তরজা৷ গোটা ঘটনায় বিজেপিকে কাঠগড়ায় তুলেছে তৃণমূল৷ বিজেপির সর্বভারতীয় সভাপতি অমিত শাহের বিরুদ্ধে আর্মহার্স্ট স্ট্রিট থানায় মামলা দায়ের হয়েছে৷ গ্রেপ্তার হয়েছে ১১৬ জন বিজেপি কর্মী৷ যদিও সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন অমিত শাহ৷ ঘটনার দায় তৃণমূলের উপর চাপিয়ে, এভাবে বিজেপিকে রোখা যাবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন তিনি৷ তবে বিজেপি সভাপতির সমস্ত দাবি উড়িয়ে দিয়েছেন বিদ্যাসাগর কলেজের অধ্যক্ষ গৌতম কুণ্ডু৷ তিনি জানান, ‘‘অমিত শাহের বক্তব্য ঠিক নয়৷ দুষ্কৃতকারীরা বাইরে থেকে এসেছে৷ এবং ওরা বাঙালি নয়৷ তাহলে ওরা বিদ্যাসাগরকে চিনতে পারত৷’’ সন্ধের সময় কলেজে পড়ুয়ারা কী করছিল, সাংবাদিক সম্মেলনে সেই প্রশ্নও তুলেছেন অমিত শাহ৷ তারও উত্তর দেন বিদ্যাসাগর কলেজের অধ্যক্ষ৷ তিনি জানান, ‘‘অমিত শাহ ভিতরের কথা কীভাবে জানবেন৷ এখানে তখন সান্ধ্যকালীন ক্লাস চলছিল৷’’

[ আরও পড়ুন: ঘুরে দাঁড়িয়ে প্রতিবাদে একজোট হওয়ার ডাক বিদ্যাসাগর কলেজের শিক্ষক-প্রাক্তনীদের ]

মঙ্গলবারের ঘটনার পর বুধবারও থমথমে রয়েছে বিদ্যাসাগর কলেজ চত্বর৷ কলেজের সামনে ইতিমধ্যে ভিড় জমিয়েছেন বর্তমান পড়ুয়া থেকে শুরু করে প্রাক্তনীরা৷ ঘটনার প্রতিবাদে বুধবার বিকালে বেলেঘাটার গান্ধী ভবন থেকে ধর্মতলা হয়ে সিমলা স্ট্রিটে বিবেকানন্দের বাড়ি পর্যন্ত মিছিল করতে চলেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ জেলায় জেলায় প্রতিবাদ মিছিল করছেন শাসকদলের নেতারা৷ এছাড়া প্রতিবাদে পথে নামছেন বামফ্রন্ট এবং বিদ্বজ্জনরাও৷

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement