Advertisement
Advertisement

Breaking News

যাদবপুরের পর কলকাতা বিশ্ববিদ্যালয়, টানা ৩ বছর ধরে ব়্যাগিংয়ের শিকার পড়ুয়া!

আদালতে গোবন জবানবন্দী দিলেন পড়ুয়া।

Ex Student of University of Calcutta alleges of ragging | Sangbad Pratidin
Published by: Paramita Paul
  • Posted:August 19, 2023 5:23 pm
  • Updated:August 19, 2023 5:43 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: যাদবপুরে ছাত্রমৃত্যু নিয়ে তোলপাড়ের মাঝেই কলকাতা বিশ্ববিদ্যালয়েও (University of Calcutta) উঠল ব়্যাগিংয়ের অভিযোগ। বালিগঞ্জ প্রাক্তন ছাত্রের দাবি, লাগাতার তিন বছর ধরে শারীরিক ও মানসিক অত্যাচারের শিকার হয়েছেন। সকলের সামনেই চলত অত্যাচার। বারবার অভিযোগ জানিয়েও কোনও লাভ হয়নি। শেষপর্যন্ত খবর সংবাদমাধ্যমে প্রকাশ হতেই নড়েচড়ে বসে পুলিশ প্রশাসন। শনিবার আলিপুর পুলিশ কোর্টে তাঁর গোপন জবানবন্দি নেওয়া হয়।

জুট অ্যান্ড ফাইবার টেকনোলজি বিভাগের পড়ুয়া ছিলেন বীরভূমের বাসিন্দা। কলকাতা বিশ্ববিদ্যালয়ের সায়েন্স কলেজের বালিগঞ্জ ক্যাম্পাসের ছাত্র। সদ্য প্রাক্তন হয়েছেন তিনি। নির্যাতিত পড়ুয়ার দাবি, সিনিয়ররা তাঁকে জোর করে মদ্যপান করাত। রোজ মদ এনে দিত হত তাঁকে। এমনকী, ছাত্রের ঘরে বোমাবাজিও করা হয়েছিল বলেও দাবি তাঁর। এক-দু’সপ্তাহ নয় টানা তিন বছর ধরে নির্যাতনের শিকার হয়েছেন।

Advertisement

[আরও পড়ুন: ‘গুরুত্ব দেয়নি তৃণমূল’, অধীরের হাত ধরে কংগ্রেসে যোগ দিলেন ফিরহাদের জামাই]

এনিয়ে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ-সহ একাধিক জায়গায় অভিযোগ জানিয়েছিলেন। কিন্তু কোনও লাভ হয়নি বলে অভিযোগ। গত ৮ জুলাই বালিগঞ্জ থানায় ব়্যাগিংয়ের অভিযোগ দায়ের করেন। কিন্তু তারপরেও পুলিশ কোনও ব্যবস্থা নেয়নি বলে দাবি। সংবাদমাধ্যম খবর প্রকাশ হতেই নড়েনড়ে বসে পুলিশ। জানা গিয়েছে, শুক্রবার ছাত্রটিকে মেসেজ করেন এসিপি (সাউথ)। জানান, শনিবার পড়ুয়াকে আলিপুর আদালতে এসে গোপন জবানবন্দী দিতে হবে। এদিন সেই কাজ সেরেছেন তিনি। নির্যাতিত পড়ুয়ার আশা, দ্রুত সুবিচার পাবেন তিনি।

[আরও পড়ুন: এবার আরও সুরক্ষিত মেট্রো যাত্রা, ভুল দিকে খুলবে না মেট্রোর দরজা]

 

 

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement