Advertisement
Advertisement

Breaking News

Jadavpur University

যাদবপুর কাণ্ডে গ্রেপ্তারি, ১০ দিন পর অবশেষে জামিন ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রাক্তনীর

রোজ দু'বেলায় থানায় হাজিরা দিতে হবে যাদবপুরের ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রাক্তনীকে।

Ex student got bail in Jadavpur University case
Published by: Paramita Paul
  • Posted:March 12, 2025 8:01 pm
  • Updated:March 12, 2025 8:03 pm  

নিরুফা খাতুন: ১০ দিন পর অবশেষে জামিন পেলেন যাদবপুরের প্রাক্তনী মহম্মদ শাহিল আলি। বুধবার পাঁচ হাজার টাকার বন্ডে তাঁকে জামিন দিল আলিপুর আদালত। তবে রোজ দু’বেলায় থানায় হাজিরা দিতে হবে যাদবপুরের ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রাক্তনীকে।

শনিবার দফায়-দফায় উত্তাল হয়েছিল যাদবপুর বিশ্ববিদ্যালয়। ওই দিন রাত ৯টা-সাড়ে ৯টা নাগাদ বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তারক্ষীরা দেখেন শিক্ষাবন্ধু সমিতির কার্যালয়ে আগুন জ্বলছে। বিষয়টি নজরে আসতেই খবর দেওয়া হয় দমকলকে। দমকলের একটি ইঞ্জিন এসে আগুন নিয়ন্ত্রণে আনে। এই ঘটনায় বিশ্ববিদ্যালয়ের ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রাক্তনী শাহিলকে গ্রেপ্তার করে পুলিশ। তদন্তকারীদের দাবি, অগ্নিসংযোগের ঘটনায় সরাসরি যুক্ত ছিলেন শাহিল। গত ১০দিন ধরে জেলের অন্দরেই দিন কেটেছে তাঁর। বুধবার অবশেষে মুক্তি পেলেন তিনি।

Advertisement

চলতি মাসের প্রথমে ওয়েবকুপার বার্ষিক সভায় শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর উপস্থিতিতে যাদবপুর ক্যাম্পাসে নজিরবিহীন অশান্তি তৈরি হয়। ছাত্র সংসদ নির্বাচনের দিনক্ষণ ঘোষণার দাবিতে বাম, অতি বাম ছাত্র সংগঠনের সদস্যরা তাঁকে ঘিরে বিক্ষোভ দেখান। শিক্ষামন্ত্রীকে বেরতে দেওয়া হচ্ছিল না বলে অভিযোগ ওঠে। পালটা শিক্ষামন্ত্রীকে হেনস্তার অভিযোগ তুলে সরব হন টিএমসিপি সদস্যরাও। সবমিলিয়ে কার্যত রণক্ষেত্র হয়ে ওঠে যাদবপুর বিশ্ববিদ্যালয়। আক্রান্ত হন উপাচার্য, অধ্যাপকরাও। এরই মাঝে অভিযোগ ওঠে, ছাত্রদের ঘেরাওয়ের মাঝখান দিয়ে গাড়ি চালিয়ে বেরিয়ে যেতে চাইলে শিক্ষামন্ত্রীর গাড়ির চাকায় আহত হন এক ছাত্র। যাদবপুর ক্যাম্পাসের ঘটনায় যাদবপুর থানায় উভয়পক্ষ ৫টি এফআইআর দায়ের করেছিল। তার মধ্যে রয়েছে মন্ত্রীকে বাধা দেওয়া, সরকারি সম্পত্তি নষ্ট করা ও অগ্নিসংযোগের মামলা। এছাড়াও, যাদবপুর থানায় একটি শ্লীলতাহানি, ছিনতাইয়ের ও বেপরোয়াভাবে গাড়ি চালানোর মামলা দায়ের করা হয়েছে। তদন্ত করছে পুলিশ।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement