সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সিবিআই তলব করেছে একাধিকবার। সোমবার প্রথমবারের মতো নিয়োগ দুর্নীতি মামলায় ইডির দপ্তরে হাজিরা দিলেন পরেশ অধিকারী (Paresh Adhikari)। ফের তাঁকে হাজিরার নির্দেশ দেওয়া হয়েছে বলে ইডি দপ্তর থেকে বেরিয়ে নিজেই জানিয়েছেন প্রাক্তন শিক্ষা প্রতিমন্ত্রী।
এসএসসি দুর্নীতি মামলায় বেশ কিছুদিন আগেই নাম জড়িয়েছিল পরেশ অধিকারীর। হাই কোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের নির্দেশে মামলার তদন্ত করছে সিবিআই (CBI)। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার তলবে শিক্ষা প্রতিমন্ত্রী পরেশ অধিকারী একাধিকবার নিজাম প্যালেসে যান। দফায় দফায় তাঁদের জিজ্ঞাসাবাদ করেন তদন্তকারী আধিকারিকরা। পরেশ অধিকারীর মেয়ে অঙ্কিতা ‘বেআইনি’ভাবে চাকরি পেয়েছেন বলেই দাবি করে হাই কোর্ট। সেই মতো তাঁকে চাকরি থেকে বরখাস্ত করা হয়েছে। দু’দফায় ৪১ মাসের প্রাপ্ত বেতন ফেরত দিতে হয়।
তারপর বেশ কিছুদিন পেরিয়েছে। আজ অর্থাৎ সোমবার নিয়োগ দুর্নীতি মামলায় প্রথম বার ইডির দপ্তরে হাজিরা দিলেন পরেশ অধিকারী। প্রায় সাড়ে চার ঘণ্টা চলে জিজ্ঞাসাবাদ। সেখান থেকে বেরিয়ে তিনি জানান, কিছু নথিপত্র দেখেছে ইডি। ফের তাঁকে হাজিরা দিতে হবে বলে জানা গিয়েছে। এদিন পরেশ অধিকারীকেও গ্রেপ্তারির দাবি জানিয়েছেন বিজেপি সাংসদ দিলীপ ঘোষ। তিনি বলেন, “পার্থ চট্টোপাধ্যায়ের মতোই ওনাকে জেলে রাখা উচিত। উনিও একই অপরাধ করেছেন। তাহলে বাইরে থাকবেন কেন?”
প্রসঙ্গত, শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলার তদন্তে নেমে একাধিক হেভিওয়েটকে গ্রেপ্তার করেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। তাঁদের মধ্যে রয়েছেন পার্থ চট্টোপাধ্যায়, অশোক সাহা, শান্তিপ্রসাদ সিনহা, সুবীরেশ ভট্টাচার্য, কল্যাণময় গঙ্গোপাধ্যায়, মানিক ভট্টাচার্য।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.