Advertisement
Advertisement

Breaking News

Bonus

DA আন্দোলনের মাঝেই সুখবর! রাজ্য সরকারি কর্মচারীদের ভাতা, পেনশন বৃদ্ধি নবান্নের

দেখে নিন কত বাড়ল পেনশন, বোনাস?

Ex Gratia, Pension, Bonus of WB Govt. workers increased | Sangbad Pratidin

ফাইল ছবি।

Published by: Paramita Paul
  • Posted:March 27, 2023 5:34 pm
  • Updated:March 27, 2023 5:43 pm  

নব্যেন্দু হাজরা: বকেয়া ডিএ-র দাবিতে আন্দোলন করছেন রাজ্য সরকারি কর্মচারীদের একাংশ। এর মাঝেই বড় সুখবর শোনাল রাজ্য। বাড়ল রাজ্য় সরকারি কর্মচারীদের একাধিক ভাতা-সহ পেনশন। সোমবার নবান্ন থেকে এমনই ঘোষণা করলেন রাজ্যের মন্ত্রী মানস ভুঁইঞা।

জারি করা বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আগামী অর্থবর্ষ থেকে অ্যাড হক বোনাস বাবদ রাজ্য় সরকারি কর্মচারীরা সর্বোচ্চ ৫৩ হাজার টাকা পাবেন। উৎসব ভাতা ১৪ হাজার থেকে বেড়ে হল সর্বোচ্চ ১৬ হাজার টাকা। এক্সগ্রাসিয়া স্বরূপ রাজ্য সরকারি কর্মীরা সর্বোচ্চ পাবেন ২ হাজার ৯০০ টাকা। এতদিন তাঁরা পেতেন ২ হাজার ৭০০ টাকা। অবসরপ্রাপ্ত রাজ্য সরকারি কর্মীদের পেনশন সর্বাধিক ৩২ হাজার থেকে বেড়ে দাঁড়াল ৩৩ হাজার টাকা। ডিএ আন্দোলনের মাঝে রাজ্য সরকারের এই সিদ্ধান্ত যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলেই মনে করছে ওয়াকিবহাল মহল।

Advertisement

[আরও পড়ুন: নেতাজি ইন্ডোরে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর অনুষ্ঠান বয়কট বিজেপির, কেন এমন সিদ্ধান্ত?]

বকেয়া ডিএ-র দাবিতে অনশন শুরু করেছিলেন রাজ্য সরকারি কর্মচারীদের একাংশ। তবে রাজ্য়ের মুখ্যমন্ত্রী সাফ জানিয়ে দিয়েছিলেন, আমার মুন্ডু কেটে নিন, কিন্তু এর বেশি দিতে পারব না। এরপরই আন্দোলন আরও জোরদার করার হুঁশিয়ারি দিয়েছিলেন আন্দোলনকারীরা। এরপর একের পর এক আন্দোলনকারী অসুস্থ হয়ে পড়ায় অনশন প্রত্যাহর করেন তাঁরা। তবে মুখ্যমন্ত্রীকে কটাক্ষ করতে ছাড়েননি তাঁরা। এরপর নবান্নের সরকারি কর্মচারীদের ভাতা বৃদ্ধির সিদ্ধান্ত নিসন্দেহে তাৎপর্যপূর্ণ। এর পিছনে রাজনৈতিক উদ্দেশ্য় রয়েছে বলেই মনে করছে রাজনৈতিক মহল।

[আরও পড়ুন: নেতাজি ইন্ডোরে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর অনুষ্ঠান বয়কট বিজেপির, কেন এমন সিদ্ধান্ত?]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement