Advertisement
Advertisement

মহিলাদের শক্ত কাঁধেই মাতৃভূমি লোকালের দায়িত্ব দিল পূর্ব রেল

খুশি মহিলা যাত্রীরা৷

Estern Railway deputes all lady staff for running Sealdah- Ranaghat Matribhumi Local
Published by: Sayani Sen
  • Posted:October 9, 2018 7:59 pm
  • Updated:October 9, 2018 7:59 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: দেবীপক্ষে নারী স্বশক্তিকরণে নজির গড়ল পূর্ব রেল৷ শুক্রবার মহিলা দ্বারাই চালানো হয় শিয়ালদহ-রানাঘাট মাতৃভূমি লোকাল৷ চালক, গার্ড এবং আরপিএফ জওয়ান-সহ যাবতীয় গুরুত্বপূর্ণ দায়িত্বে ছিলেন মহিলারা৷ পাইলট হিসাবে নজির গড়লেন মৌমিতা রায়৷ নিরাপত্তার দায়িত্বে ছিলেন আরপিএফ-এর মহিলা অ্যাসিস্ট্যান্ট সাব-ইনস্পেক্টর শিবাণী মজুমদার৷ ওই ট্রেনের দায়িত্বে ছিলেন সবিতা শাহ৷

[ভয়াবহ পরিস্থিতি, গুজরাটে ভিনরাজ্যের শ্রমিকদের উপর হামলায় উদ্বিগ্ন মুখ্যমন্ত্রী]

Advertisement

[উষ্ণায়ন নিয়ে রাষ্ট্রসংঘের রিপোর্ট পেশ, পরিস্থিতি মোকাবিলায় কমিটি গঠন মমতার]

শিয়ালদহ শাখার ট্রেনগুলিতে সাধারণ যাত্রীদের ভিড় একটু বেশি থাকে৷ তাই মাতৃভূমি লোকাল নিয়ে অধিকাংশ পুরুষ যাত্রীদেরই ক্ষোভের শেষ নেই৷ এই ট্রেন নিয়ে তাই মাথাব্যথা নেই কারওর৷ কিন্তু শুক্রবার বিকেল ৫টা ৫২ মিনিটের মাতৃভূমি লোকাল নিয়ে ইতিমধ্যেই শুরু হয়েছে জোর আলোচনা৷ শিয়ালদহের ৫ নম্বর প্ল্যাটফর্ম থেকে ছাড়া রানাঘাটগামী মাতৃভূমি লোকাল দেখে অবাক হয়ে যান সকলেই৷ এই প্রথমবার যাত্রীদের পাশাপাশি ট্রেনের চালক, গার্ড থেকে নিরাপত্তা রক্ষী-সকলেই ছিলেন মহিলা৷ দেবীপক্ষের প্রাক্কালে মাতৃভূমির লোকালের নারী স্বশক্তিকরণে এভাবেই নজির গড়েছে পূর্ব রেল৷ নির্ধারিত প্রশিক্ষণ পর্বের শেষ পরীক্ষা দিয়ে গত ২০ সেপ্টেম্বর চালক পদে উন্নীত হন মৌমিতা রায়৷ তিনি এদিন মাতৃভূমি লোকাল চালান৷ এর আগে পায়েল মিশ্র নামে এক মহিলা লোকো পাইলট হিসাবে যোগদান করেন৷ অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলট হিসেবে ছিলেন সুরুচি কুমারী, বিনা টোপ্পো, রিংকি সাহা, লক্ষ্মী মাহাতো, প্রিয়াংকা সিং এবং পূজা কুমারী৷ এঁরা প্রত্যেকেই অন্যান্য মহিলাদের অনুপ্রেরণা হয়ে উঠবেন বলেই আশা পূর্ব রেল কর্তৃপক্ষের৷

[পুজোর মুখে রাজ্যে বিনিয়োগ, হলদিয়ায় নতুন কারখানা গড়ছে চ্যাটার্জি গোষ্ঠী]

[শহরে ফের ডেঙ্গুতে মৃত্যু, এবার প্রাণ গেল ১০ বছরের শিশুর]

দেবীপক্ষের প্রাক্কালে পূর্ব রেলের এই উদ্যোগে খুশি মহিলা যাত্রীরাই৷ একের পর এক যৌন হেনস্তা, শ্লীলতাহানির ঘটনায় ট্রেনে উঠতেও নিরাপত্তাহীনতায় ভোগেন তাঁরা৷ ট্রেনের নিরাপত্তারক্ষী, চালক সবাই মহিলা থাকলে, নিরাপত্তার বিষয়টি সুরক্ষিত করা যাবে বলেই আশা যাত্রীদের৷ 

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement