Advertisement
Advertisement

Breaking News

কেষ্টপুরে ফ্ল্যাটে রহস্যমৃত্যু ইঞ্জিনিয়ারিং ছাত্রর

প্রেমিকার সঙ্গে সম্পর্কের টানাপোড়েনের জের?

Engineering student found hanging in his flat at Keshtopur
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:February 10, 2017 7:22 am
  • Updated:February 10, 2017 7:22 am  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ভাড়ার ফ্ল্যাট থেকে উদ্ধার হল ইঞ্জিনিয়ারিং ছাত্রের ঝুলন্ত দেহ৷ বৃহস্পতিবার রাতে কেষ্টপুর এলাকায় ঘটেছে এই ঘটনা৷ মৃত ছাত্রের নাম ইমন দত্ত৷ মেঘনাদ সাহা ইনস্টিটিউট অফ টেকনোলজির প্রথম বর্ষের ছাত্র ইমন৷

পণের জন্য পুড়িয়ে হত্যা হাওড়ার গৃহবধূকে

Advertisement

আদতে পুরুলিয়ার বাসিন্দা ইমন৷ কেষ্টপুরের তিন নম্বরে দুই বন্ধুর সঙ্গে একটি ফ্ল্যাটে ভাড়া থাকতেন তিনি৷ বন্ধুদের দাবি, ঘটনার সময় তাঁরা কেউই ফ্ল্যাটে ছিলেন না৷ বিকেলে কোনও কাজে বাইরে গিয়েছিলেন৷ সেই সময় নাকি ইমনের ব্যবহারে কোনও অস্বাভাবিকতা ছিল না৷ রাতে ফেরার পর অনেকক্ষণ ইমনের নাম ধরে ডাকাডাকি করা হয়৷ কিন্তু ফ্ল্যাটের ভিতর থেকে কোনও সাড়া মেলেনি৷ তখনই খবর দেওয়া হয় বাগুইআটি থানায়৷ পুলিশ এসে ফ্ল্যাটের দরজা ভেঙে ভিতরে ঢোকে৷ তখনই ইমনের ঝুলন্ত দেহ দেখতে পান তাঁরা৷

মদের আসরে থেঁতলে খুন সিভিক ভলান্টিয়ার

ইমনের মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে৷ খবর দেওয়া হয়েছে তাঁর পরিবারকে৷ আপাতত দুই বন্ধুকে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ৷ তবে কেন এই অস্বাভাবিক মৃত্যু৷ তা এখনও স্পষ্ট নয় পুলিশের কাছে৷ তবে পুলিশের অনুমান, প্রেমিকার সঙ্গে সম্পর্কের টানাপোড়েনের জেরেই এই চরম পদক্ষেপ নিয়েছেন ইঞ্জিনিয়ারিং ছাত্র৷

তিন তালাক মুসলিম মহিলাদের উপর নির্মমতা, মন্তব্য আরএসএস নেতার

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement