Advertisement
Advertisement
Kolkata News

প্রেমের ফাঁদে ফেলে ধর্ষণ! ইঞ্জিনিয়র ‘রোমিও’কে দিল্লি থেকে পাকড়াও কলকাতা পুলিশের

দেশ ছেড়ে আমেরিকা পালানোর আগে দিল্লি থেকে গ্রেপ্তার যুবক।

Engineer of Kolkata harassed women over love trap, arrested from Delhi
Published by: Sandipta Bhanja
  • Posted:November 11, 2024 11:13 am
  • Updated:November 11, 2024 11:19 am

অর্ণব আইচ: সোশাল মিডিয়ায় আলাপ হওয়া বান্ধবীকে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে একাধিকবার ধর্ষণ। বান্ধবী বিয়ের জন‌্য চাপ দিতেই কলকাতা ছেড়ে সোজা পাড়ি আমেরিকায়। মাস তিনেক আগে ক‌্যালিফোর্নিয়া থেকে দেশে ফেরেন। ফের শনিবার পাড়ি দিচ্ছিলেন আমেরিকায়। শনিবার দিল্লি বিমানবন্দরে আসতেই অর্ঘ‌্য পট্টনায়েককে ধরে ফেলে সেখানকার অভিবাসন দফতর। রবিবার দিল্লি থেকে পেশায় ওই সফটওয়‌্যার ইঞ্জিনিয়ারকে গ্রেপ্তার করেন মধ‌্য কলকাতার নিউ মার্কেট থানার আধিকারিকরা।

পুলিশ জানিয়েছে, ২০১৯ সাল নাগাদ মেদিনীপুরের বাসিন্দা ওই যুবকের সঙ্গে সোশাল মিডিয়ায় পরিচয় হয় অভিযোগকারিণী ওই যুবতীর। ওই যুবতীও পেশায় সফটওয়‌্যার ইঞ্জিনিয়ার। তাই দু’জনের মধ্যে সহজেই বন্ধুত্ব গড়ে ওঠে। এর পর লকডাউন থানার কারণে দু’জনই বাড়িতে বসে কাজ করতেন। বিশ্রামের সময় সোশাল মিডিয়ায় দু’জন কথা বলতেন। এভাবে দু’জন ঘনিষ্ঠ হয়ে ওঠেন। লকডাউন ওঠার পর দু’জনের মধ্যে দেখা হওয়া সুবিধাজনক হয়। মেদিনীপুর থেকে অর্ঘ‌্য কলকাতায় আসেন। অভিযোগ, যুবতীকে প্রথমে বিবাহিত বলে পরিচয় দেননি। ক্রমে ওই যুবক বান্ধবীকে বলেন যে, তাঁর বিবাহিত জীবন একেবারেই সুখী নয়। তাই তিনি তাঁর স্ত্রীকে ডিভোর্স দিয়ে তাঁকেই বিয়ে করতে চান। যুবতীও অভিযুক্ত যুবককে বিশ্বাস করে ফেলেন। এর পর দু’জন বিভিন্ন সময় কলকাতার একাধিক হোটেলে গিয়ে ঘর ভাড়া নেন। যুবতীর অভিযোগ, বিয়ের প্রতিশ্রুতি দিয়ে তাঁর সঙ্গে সহবাস করেন ওই যুবক। বছর দু’য়েকের ঘনিষ্ঠতার পর যুবতী অভিযুক্তকে বিয়ের জন‌্য চাপ দেন। কিন্তু যুবক জানান, তিনি আমেরিকা চলে যাচ্ছেন। এখনই বিয়ে করা সম্ভব নয়। যুবতীকে এড়িয়ে চলতে থাকেন তিনি। এর মধ্যেই অর্ঘ‌্য একটি সংস্থার হয়ে কাজ করার জন‌্য আমেরিকায় পাড়ি দেন। থাকতে শুরু করেন ক‌্যালিফোর্নিয়ায়। যুবতী তাঁর সঙ্গে যোগাযোগের চেষ্টা করতে থাকেন। কিন্তু ক্রমে বান্ধবীকে একেবারেই এড়িয়ে চলতে থাকেন ওই যুবক। তিনি সোশ‌্যাল মিডিয়ায় যোগাযোগ রাখতে চাইতেন না।

Advertisement

২০২২ সালে যুবতী তাঁর ওই ‘বন্ধু’র বিরুদ্ধে নিউ মার্কেট থানায় বিয়ের প্রতিশ্রুতি দিয়ে ধর্ষণের অভিযোগ জানান। পুলিশ আধিকারিকরা মেদিনীপুরে গিয়ে নিশ্চিত হন যে, যুবক আমেরিকায় রয়েছেন। মাস তিনেক আগে অর্ঘ‌্য আমেরিকা থেকে বাড়িতে ফিরে আসেন। পুলিশ সেই তথ‌্য জানত না। মাস দু’য়েক আগে পুলিশের পক্ষ থেকে যুবকের বিরুদ্ধে ‘লুক আউট সার্কুলার’ জারি হয়। সেই তথ‌্য জানতেন না অর্ঘ‌্যও। ফের তিনি আমেরিকায় পাড়ি দেওয়ার সিদ্ধান্ত নেন। ক‌্যালিফোর্নিয়ার বিমান ধরার জন‌্য শনিবার দিল্লি বিমানবন্দরে পা দেওয়া মাত্রই যুবককে ধরে ফেলে অভিবাসন দফতর। খবর যায় নিউ মার্কেট থানায়। পুলিশ দিল্লিতে গিয়ে ওই যুবককে গ্রেপ্তার করে। এদিন তাঁকে কলকাতায় নিয়ে আসা হয়। তাঁর মেডিকো লিগ‌্যাল পরীক্ষা করা হবে বলে জানিয়েছে পুলিশ।

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement