Advertisement
Advertisement
Open Air Theatre of Jadavpur University

যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ওপেন এয়ার থিয়েটারে মদের বোতলের স্তূপ, বসছে ২৬টি সিসি ক্যামেরা

মদের বোতল উদ্ধারের ঘটনায় কী প্রতিক্রিয়া নয়া উপাচার্যের?

Empty bottles found from Open Air Theatre of Jadavpur University । Sangbad Pratidin
Published by: Sayani Sen
  • Posted:August 26, 2023 5:12 pm
  • Updated:August 26, 2023 5:12 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ভিতরে মাদকের রমরমা বলেই অভিযোগ উঠেছে বারবার। একাধিকবার কাঠগড়ায় উঠেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। তারই মাঝে আরও একবার প্রশ্নের মুখে প্রথম সারির শিক্ষাপ্রতিষ্ঠানের কর্তৃপক্ষের ভূমিকা। কারণ, এবার ওপেন এয়ার থিয়েটার থেকে উদ্ধার হল প্রায় এক বস্তা মদের বোতল।

প্রায় মাসখানেক পর শনিবার ওপেন এয়ার থিয়েটার পরিষ্কারের কাজ চলছিল। সাফাই কর্মীরা দরজা খোলেন। তাঁরা দেখেন ওপেন এয়ার থিয়েটারের বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে পড়ে রয়েছে মদের বোতল। সাফাই কর্মীদের দাবি, প্রায় ৫০০টিরও বেশি মদের বোতল পাওয়া গিয়েছে। তবে সাফাই কর্মীদের মতে, বিশ্ববিদ্যালয়ের কোনও অনুষ্ঠানের পর ওপেন এয়ার থিয়েটার বা ওএটিতে আরও অনেক বেশি পরিমাণ মদের বোতল পাওয়া যায়।

Advertisement

[আরও পড়ুন: মিজোরামের পর দিল্লি, পেটের টানে ফের ভিনরাজ্যে গিয়ে প্রাণ গেল বাংলার ৩ শ্রমিকের]

এই ঘটনায় আরও একবার বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের ভূমিকা যে বড়সড় প্রশ্নচিহ্নের মুখে, সে বিষয়ে কোনও সন্দেহ নেই। নয়া উপাচার্য বুদ্ধদেব সাউয়ের দাবি, বিশ্ববিদ্যালয়ে অবিলম্বে কড়া নিরাপত্তার বন্দোবস্ত করা প্রয়োজন। নিরাপত্তা এবং নজরদারি সংক্রান্ত কাজ যাঁরা করছেন তাঁরা এ ব্যাপারে রিপোর্ট দেবেন।

এদিকে, ছাত্রমৃত্যু থেকে শিক্ষা নিয়ে নিরাপত্তা আঁটসাঁট করা হচ্ছে। যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ১০টি জায়গায় মোট ২৬টি সিসি ক্যামেরা বসানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। হস্টেলে বসছে ১১টি সিসি ক্যামেরা। তার মধ্যে তিনটি এনপিআর ক্যামেরা। এছাড়া বিশ্ববিদ্যালয়ের গেটগুলিতে মোট ১০টি সিসি ক্যামেরা বসানো হচ্ছে। বিশ্ববিদ্যালয়ে কোন কোন গাড়ির ঢুকছে, সেক্ষেত্রেও বাড়ছে নজরদারি। ৩ এবং ৪ নম্বর গেটে এনপিআর এবং বুলেট – দু’ধরনের ক্যামেরা বসানোর কথা ভাবা হয়েছে।

[আরও পড়ুন: বাবুলের তো খোঁজই পাওয়া যায় না! বিধানসভায় পর্যটন মন্ত্রীকে ভর্ৎসনা স্পিকারের]

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement