সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: নিয়োগ দুর্নীতি মামলায় ইডির তলবে সাড়া। বুধবার সকালেই সিজিও কমপ্লেক্সে হাজির অয়ন শীলের ছেলের বান্ধবী ইমন গঙ্গোপাধ্যায়। ইমনের সঙ্গে আসেন তাঁর বাবা বিভাস গঙ্গোপাধ্যায়ও।
এদিন সকাল সাড়ে ৬টা নাগাদই ইডির (ED) সিজিও কমপ্লেক্সের দপ্তরে বাবার সঙ্গে পৌঁছে যান ইমন বলে জানা গিয়েছে। বেলা সাড়ে ১১টা নাগাদ নিয়োগ দুর্নীতি মামলায় তাঁদের বয়ান রেকর্ড করা হতে পারে। এনফোর্সমেন্ট ডিরক্টরেটের তরফে দাবি করা হয়েছিল, অয়নের ছেলে অভিষেকের সঙ্গে দু’টি সংস্থায় যৌথ অংশীদারি রয়েছে ইমনের। শুধু তাই নয়, ২০২০ সালের সেপ্টেম্বরে হুগলিতে এক কোটি টাকা দিয়ে অভিষেক ও ইমনের নামে একটি জমিও কিনেছিলেন অয়ন শীল। এদিকে ইমনের বাবা বিভাস গঙ্গোপাধ্যায় পুর ও নগরোন্নয়ন দপ্তরের আমলা। তাই নিয়োগ দুর্নীতিতে ইমন এবং তাঁর বাবার কোনও যোগ রয়েছে কি না, তা জানতেই তলব করেছিল ইডি।
ইডির (ED) সূত্র জানিয়েছিল, সম্প্রতি অয়ন শীলের স্ত্রী কাকলি ও ছেলে অভিষেক শীলকে জেরার পর দু’জনই দাবি করেছেন যে, অয়নের দুর্নীতির কার্যকলাপ সম্পর্কে তাঁরা কেউ কিছুই জানতেন না। দিল্লির ছাত্র অভিষেক ও তাঁর বান্ধবী ইমন গঙ্গোপাধ্যায়ের নামে যৌথভাবে যে পেট্রোল পাম্প, রেস্তরাঁ, বেসরকারি সংস্থা, একাধিক সম্পত্তি বা ব্যাংক অ্যাকাউন্ট রয়েছে, সেই সম্পর্কে অভিষেক কিছুই জানতেন না বলে তাঁর দাবি। ইডিকে অভিষেক জানান, তাঁর বাবা যেভাবে সই করতে বলেছেন, তিনি সই করে দিয়েছেন মাত্র। আয়কর রিটার্ন (IT) সম্পর্কেও কিছু জানেন না তিনি। এরপরই এই সংক্রান্ত বিস্তারিত তথ্য জানতে ইমন গঙ্গোপাধ্যায়কে ইডি তলব করে। ইমন হাজিরা দেবেন বলে আগেই নিশ্চিত করেছিলেন। সেই মতোই এদিন সকালে পৌঁছে যান সিজিও কমপ্লেক্সে।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.