সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: অসময়ের ঝড়বৃষ্টিতে বিদ্যুৎ বিভ্রাট উত্তরবঙ্গে (North Bengal)। উচ্চমাধ্যমিক পরীক্ষার মাঝে এই বিপত্তিতে বুধবার সন্ধেবেলায় সমস্যায় পড়েছিলেন হাজার হাজার পরীক্ষার্থী। ‘এক ডাকে অভিষেক’-এ ফোন করে অবশ্য সমস্যার সমাধান হয়। রাতারাতি কাজ শুরু করেন বিদ্যুৎকর্মীরা। রাত ৩টে নাগাদ বিদ্যুৎ সংযোগ আসে। মুশকিল আসানে সাংসদের এই ভূমিকায় অত্যন্ত খুশি উত্তরবঙ্গের মানুষজন। এবার উচ্চমাধ্যমিক পরীক্ষার্থীদের সুবিধায় আরও বড় পদক্ষেপ নিল বিদ্যুৎ দপ্তর । উচ্চমাধ্যমিক পরীক্ষা শেষ না হওয়ার পর্যন্ত বিদ্যুৎ দপ্তরের কর্মীদের ছুটি বাতিল করা হয়েছে। বৃহস্পতিবার সাংবাদিক বৈঠক করে এমনই জানালেন বিদ্যুৎ মন্ত্রী অরূপ বিশ্বাস (Aroop Biswas)। এছাড়া একাধিক পদক্ষেপ নেওয়া হয়েছে বিদ্যুৎ দপ্তরের তরফে।
কালবৈশাখী ঝড়ে বুধবার রাতে উত্তরবঙ্গের বিস্তীর্ণ এলাকায় বিদ্যুৎ বিপর্যয় ঘটে। টুইট করে নিজেই সমস্যার কথা জানিয়েছিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। বুধবার রাত সাড়ে ১১টার পর টুইটে অভিষেক লেখেন, ‘এক ডাকে অভিষেক’- এ ‘পাওয়ার কাট’-এর ফোন পেয়েই তিনি বিদ্যুৎমন্ত্রী অরূপ বিশ্বাসকে জানান। সঙ্গে সঙ্গে উচ্চমাধ্যমিক পরীক্ষার্থীদের কথা মাথায় রেখে যুদ্ধকালীন তৎপরতায় কাজ শুরুর নির্দেশ দেন বিদ্যুৎমন্ত্রী। তাঁর নির্দেশে জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহারের বিস্তীর্ণ এলাকায় ২৫০ বিদ্যুৎকর্মী কাজে নেমে পড়েন। রাত ৩টে নাগাদ ফের বিদ্যুৎ আসে।
এই ঘটনার পর বৃহস্পতিবার সাংবাদিক বৈঠক করেন বিদ্যুৎমন্ত্রী অরূপ বিশ্বাস। উচ্চমাধ্যমিক পরীক্ষার্থীদের সমস্যার জন্য তিনি দুঃখপ্রকাশ করেন। ‘এক ডাকে অভিষেক’-এর মাধ্যমে দ্রুত সমাধান হওয়ার জন্য অভিষেক বন্দ্যোপাধ্যায়কেও তিনি ধন্যবাদ, কৃতজ্ঞতা জানান। এরপর তিনি বলেন, ”রাজ্যে উচ্চমাধ্যমিক পরীক্ষা চলাকালীন কোথাও যাতে বড় কোনও সমস্যা না হয়, সেদিকে সজাগ দৃষ্টি থাকবে আমাদের। ২৭ তারিখ পর্যন্ত উচ্চমাধ্যমিক পরীক্ষা চলবে। ২৮ তারিখ পর্যন্ত আমাদের দপ্তরের কর্মীদের সমস্ত ছুটি বাতিল করা হচ্ছে। কন্ট্রোল রুম খোলা থাকবে ২৪ ঘণ্টা। আজ জেলাগুলির সঙ্গে বৈঠক করা হয়েছে। প্রতিটি জেলায় আপৎকালীন পরিস্থিতির জন্য সকলকে তৈরি থাকতে বলা হয়েছে।” তাঁর আরও সংযোজন, ”অন্য সময়ে এপ্রিলের মাঝামাঝি সময়ে কালবৈশাখী হয়। কিন্তু এবার আচমকা এই সময় হয়ে গেল। তবে আমরা সাবধান, বিদ্যুৎ দপ্তরেরর তরফে সবরকম প্রস্তুতি রয়েছে।”
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.