Advertisement
Advertisement

Breaking News

Election commission

ভোটে চড়বে তাপমাত্রার পারদও, ভোটারদের সুবিধার্থে একগুচ্ছ পদক্ষেপ কমিশনের

শিশুদের দেখভালের জন্য প্রতি ভোটকেন্দ্রে একজন করে স্বেচ্ছাসেবক নিয়োগ করতে হবে।

Election commission to take extra initiative for voters during summer
Published by: Paramita Paul
  • Posted:March 26, 2024 5:29 pm
  • Updated:March 26, 2024 6:53 pm  

সুদীপ রায়চৌধুরী: চৈত্রের শেষেই ৪০ ডিগ্রি ছুঁইছুঁই তাপমাত্রার পারদ। দেশজুড়ে ৭ দফা ভোটগ্রহণ চলবে ভরা গরমে। নির্বাচনের দিন অতিরিক্ত গরম পড়লে কী করবেন? এ বিষয়ে প্রয়োজনীয় বন্দোবস্ত করতে নির্দেশ দিল নির্বাচন কমিশন।

১৯ এপ্রিল শুরু হচ্ছে ভোটগ্রহণ প্রক্রিয়া। চলবে ১ জুন পর্যন্ত। অর্থাৎ ঋতুচক্রের প্রথম দুমাস বৈশাখ ও জৈষ্ঠ্য মাস জুড়ে দফায় দফায় চলবে ভোটগ্রহণ। স্বাভাবিকভাবেই উষ্ণতার পারদ ঊর্ধ্বমুখীই থাকবে। ভোটের দিন রাজনৈতিক উত্তাপের সাথে সাথে বাড়তে পারে তাপমাত্রাও। ভোটারদের কথা মাথায় রেখেই একগুচ্ছ নির্দেশিকা জারি করল কমিশন।

Advertisement

[আরও পড়ুন: বিজেপি ছাড়ছেন রুদ্রনীল! লোকসভায় টিকিট না পেয়েই চূড়ান্ত সিদ্ধান্ত?]

নির্বাচন কমিশনের নির্দেশিকা

  • নিচতলায় ভোটকেন্দ্র করতে হবে।
  • কোনও ভোটারকে ২ কিলোমিটারের বেশি ভোট দিতে যেতে হবে না। একমাত্র পাহাড়ি এলাকার ক্ষেত্রে এই দূরত্ব একটু বেশি হতে পারে।
  • প্রতিটি ভোটগ্রহণ কেন্দ্রে পর্যাপ্ত পানীয় জলের বন্দোবস্ত করতে হবে। জল খাওয়ার জন্য রাখতে হবে গ্লাস-ও।
  • ভোটগ্রহণ কেন্দ্রে পোলিং এজেন্টদের জন্য টেবিল, চেয়ার ও বেঞ্চ রাখতে হবে। বসার ব্যবস্থা করতে হবে প্রতিবন্ধী, অন্ত্বঃস্বত্তা ও প্রবীণ ভোটারদের জন্য।
  • ভোটের লাইনে দাঁড়ানো ভোটারদের জন্য মাথার উপর আচ্ছাদন তৈরি করতে হবে।
  • অনেক মা-শিশুদের নিয়ে ভোট দিতে যান। ওই শিশুদের দেখভালের জন্য প্রতি ভোটকেন্দ্রে একজন করে স্বেচ্ছাসেবক নিয়োগ করতে হবে।

[আরও পড়ুন: রামরাজ্যেই প্রার্থী ‘রাম’ অরুণ গোভিল, বিজেপির টিকিটে লড়বেন কঙ্গনাও]

ভোট দিতে গিয়ে কোনও ব্যক্তির ‘সান স্ট্রোক’ হলে কী ব্যবস্থা নেওয়া হবে? কমিশনের পরামর্শ:

  • ঠান্ডা জায়গায় ওই ব্যক্তিকে শুইয়ে দিতে হবে।
  • মাথায় জল ঢালতে হবে। ওই ব্যক্তির ঘর্মাক্ত জামাকাপড় পরিষ্কার করতে হবে।
  • ওআরএস বা ওই ধরনের কোনও পানীয় খাওয়াতে হবে।
  •  পরিস্থিতি আশঙ্কাজনক হলে অবিলম্বে হাসপাতালে ভর্তি করাতে হবে।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement