Advertisement
Advertisement

Breaking News

Panchayet Election

পঞ্চায়েত নির্বাচন নিয়ে আগামী সপ্তাহে জেলাশাসকদের বৈঠকে ডাকল কমিশন, মে মাসেই ভোট?

বুথ ভিত্তিক খসড়া তালিকা নিয়ে আলোচনার সম্ভাবনা।

Election Commission calls meeting with DMs before Panchayat Election | Sangbad Pratidin
Published by: Sucheta Sengupta
  • Posted:April 13, 2023 4:49 pm
  • Updated:April 13, 2023 4:57 pm  

সুদীপ রায়চৌধুরী: পঞ্চায়েত নির্বাচনের প্রস্তুতি শুরু করল রাজ্য নির্বাচন কমিশন (State Election Commission)। সূত্রের খবর, আগামী ১৮ তারিখ সমস্ত জেলাশাসকদের বৈঠকে ডাকা হয়েছে। কমিশনের কর্তারা ওইদিন জেলাশাসকদের (DM)সঙ্গে ভারচুয়াল বৈঠক করবেন। আলোচনা হতে পারে বুথের খসড়া তালিকা নিয়ে। এরপর ২৫ এপ্রিলের মধ্যে চূড়ান্ত তালিকা প্রস্তুত করতে হবে। বুধবার নবান্ন থেকে জেলাশাসকদের সঙ্গে পঞ্চায়েতের প্রস্তুতি নিয়েই ভারচুয়াল বৈঠক করেছিলেন মুখ্যসচিব। এছাড়া আগামী ২৬ তারিখ মুখ্যমন্ত্রী সমস্ত দপ্তরের মন্ত্রী ও সচিবদের ডেকেছেন পর্যালোচনা বৈঠকের জন্য। কোন কোন কাজ বাকি, কেন বাকি সেসব নিয়ে আলোচনা হতে পারে ওই বৈঠকে। ফলে সবমিলিয়ে পঞ্চায়েত নির্বাচনের প্রস্তুতি শুরু হয়েছে সর্বস্তরে। আর তাতেই জল্পনা উসকে উঠছে, তবে কি মে মাসেই হবে পঞ্চায়েত ভোট (Panchayet Election)?

পঞ্চায়েত ভোটে তফসিলি জাতি-উপজাতিদের (SC-ST)তালিকা নিয়ে অভিযোগ তুলে হাই কোর্টে গিয়েছিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তাঁর মামলার জেরে পঞ্চায়েত ভোটের প্রক্রিয়া এতদিন থেমে ছিল। কিন্তু সেই মামলা খারিজ করে দিয়েছে হাই কোর্ট। জানিয়ে দিয়েছে, রাজ্যে পঞ্চায়েত ভোটে কোনও আইনি জট নেই। রাজ্য নির্বাচন কমিশন চাইলে ভোট প্রক্রিয়া শুরু করতে পারে। ফলে মনে করা হচ্ছিল চলতি এপ্রিল মাসেই পঞ্চায়েত ভোটের দিন ঘোষণা করে দেবে রাজ‌্য নির্বাচন কমিশন। সেক্ষেত্রে ভোট হতে পারে মে মাসের দ্বিতীয়ার্ধে।

Advertisement

[আরও পড়ুন: জাতীয় দলের তকমা হারিয়েছে তৃণমূল, আদালত চত্বরে দাঁড়িয়ে কী বললেন পার্থ?]

কিন্তু, গোটা এপ্রিল মাস জুড়ে ‘দুয়ারে সরকার’ (Duare Sarkar) প্রকল্প চলবে। প্রথম ২০ তারিখ পর্যন্ত পরিষেবা প্রদানের কথা থাকলে, পরে সেই মেয়াদ বাড়িয়ে দিয়েছে রাজ্য সরকার। ৩০ এপ্রিল পর্যন্ত ‘দুয়ারে সরকার’ শিবির থেকে মিলবে সরকারি পরিষেবা। ফলে এ মাসে ভোট ঘোষণা হওয়া সম্ভব নয়। এদিকে রাজ‌্য নির্বাচন কমিশন সূত্রে খবর, পঞ্চায়েত ভোটে বুথ নিয়ে যে খসড়া তালিকা প্রকাশ করা হয়েছিল, তা নিয়ে কারও কোনও আপত্তি বা অভিযোগ থাকলে, তা ১৭ এপ্রিলের মধ্যে জানাতে বলা হয়েছে। ২৫ এপ্রিলের মধ্যে সেই অভিযোগের নিষ্পত্তি করে ২৮ এপ্রিলের মধ্যে রাজ‌্য নির্বাচন কমিশনের কাছে তালিকা পাঠাতে বলা হয়েছে জেলা প্রশাসনগুলিকে। তারই মধ্যে ১৮ তারিখ জেলাশাসকদের ভারচুয়াল বৈঠক (Virtual Meeting) করতে চায় কমিশন।

[আরও পড়ুন: মুঘল যুগ ও গান্ধীর পর এবার পাঠ্যপুস্তক থেকে মোছা হল আবুল কালাম আজাদের নাম!]

কমিশনের এক সূত্র জানাচ্ছে, সব কিছু ঠিকটাক চললে মে মাসের মাঝামাঝি পঞ্চায়েত নির্বাচনের দিন ঘোষণা হতে পারে। সেক্ষেত্রে ভোট হবে জুন মাসের প্রথম বা দ্বিতীয় সপ্তাহে। তবে এই ভোট এক দফায় হবে না একাধিক দফায়, তা এখনও জানা নেই। 

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement