Advertisement
Advertisement

Breaking News

Malaria

ডেঙ্গু আতঙ্কের মাঝে ম্যালেরিয়ার প্রকোপ শহরে, প্রাণ গেল লেকটাউনের বৃদ্ধের

ডেঙ্গুর পাশাপাশি এবার ম্যালেরিয়ার প্রকোপ শহরে।

Elderly man died of Malaria in Laketown | Sangbad Pratidin
Published by: Paramita Paul
  • Posted:September 10, 2023 1:56 pm
  • Updated:September 10, 2023 1:56 pm  

বিধান নস্কর, বিধাননগর: ডেঙ্গুর পাশাপাশি এবার ম্যালেরিয়ার প্রকোপ শহরে। এবার প্রাণ গেল লেকটাউনের এক বৃদ্ধের। স্বাভাবিকভাবেই এই ঘটনায় আতঙ্ক ছড়িয়েছে।

মৃতের নাম রামবিদ্যা গুপ্ত। দক্ষিণদাড়ি এলাকার বাসিন্দা। বয়স ৭১ বছর। সেপ্টেম্বর মাসের ৫ তারিখ জ্বর নিয়ে ভরতি হয়েছিলেন বেলেঘাটা আইডি হাসপাতালে। চিকিৎসক সূত্রে খবর, বৃদ্ধকে হাসপাতালে ভরতি করতে অনেকটা দেরি করে ফেলেছিল পরিবারের সদস্যরা। পরিবারের দাবি, ওই ব্যক্তির রক্তের নমুনায় ম্যালেরিয়া ধরা পড়েছিল। এরপর ৬ সেপ্টেম্বর অর্থাৎ বুধবার আইডি হাসপাতালে মৃত্যু হয়। এরপর তাঁর পরিবার দেহ নিয়ে আদি বাড়ি উত্তরপ্রদেশে চলে যায়। ডেঙ্গুর পাশাপাশি ম্যালেরিয়া ছড়িয়ে পড়ার আশঙ্কায় আতঙ্কে দক্ষিণদাড়ি এলাকার বাসিন্দারা।

Advertisement

[আরও পড়ুন: জানুয়ারির এই তারিখেই উদ্বোধন রাম মন্দিরের! তারপরই লোকসভা ভোট ঘোষণার সম্ভাবনা]

প্রসঙ্গত, মাত্র ২৪ ঘণ্টার মধ্যে দক্ষিণ দমদম পুরসভা এলাকার পরপর দুজনের মৃত্যু হল জ্বরে। শনিবার ভোররাতে দমদম থানার অস্থায়ী পুলিশ কর্মীর মৃত্যু হয়। আবার এদিন দুপুরে বেলেঘাটা আইডি হাসপাতালে মৃত্যু হয় এক কিশোরীর। স্বাভাবিকভাবেই মাত্র ২৪ ঘণ্টার ব্যবধানের দুজনের মৃত্যুর ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। বেশ কিছুদিন ধরে দমদম থানার অস্থায়ী পুলিশ কর্মী প্রীতম ভৌমিক জ্বরে আক্রান্ত ছিলেন। দুপুরে বেলেঘাটা আইডি হাসপাতালে মৃত্যু হয় দমদম মতিঝিলের বাসিন্দা কিশোরী মধু সিংয়ের। হাসপাতাল সূত্রে খবর, ডেথ সার্টিফিকেটে ডেঙ্গু শক সিন্ড্রোমের উল্লেখ রয়েছে। হেমারেজিক জ্বরেরও উল্লেখ করা হয়েছ বলে খবর।

[আরও পড়ুন: মাঝরাতের গোপন চিঠিতে ব্রাত্যর নামে নালিশ? রাজ্যপালের জোড়া ‘পত্রবোমা’ ঘিরে তুঙ্গে জল্পনা]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement