Advertisement
Advertisement

Breaking News

Kolkata

খাস কলকাতার বহুতলে মিলল প্রবীণ দম্পতির দেহ, মৃত্যুর কারণ ঘিরে রহস্য

মৃত্যুর কারণ খতিয়ে দেখছে পুলিশ।

Elderly couple found dead in flat at Kolkata | Sangbad Pratidin

ছবি: প্রতিকী

Published by: Paramita Paul
  • Posted:November 8, 2023 1:15 pm
  • Updated:November 8, 2023 1:28 pm  

নিরুফা খাতুন: খাস কলকাতার বহুতল থেকে বৃদ্ধ দম্পতির দেহ উদ্ধার। প্রাথমিকভাবে মনে করা হচ্ছে, গড়ফা থানা এলাকার বাসিন্দা স্বামী-স্ত্রী দুজনেই আত্মহত্যা করেছেন। উদ্ধার হয়েছে সুইসাইড নোটও। তবে কী কারণে তাঁরা চরম পথ বেছে নিলেন তা এখনও জানা যায়নি। দেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠিয়েছে পুলিশ।

পুলিশ ও স্থানীয় সূত্রে খবর, সুধন্য প্রামাণিক (৬৫) ও সবিতা প্রামাণিক (৬০) এলাকায় বেশ পরিচিত ছিলেন। গড়ফা থানা এলাকার পূর্বাচল রোডের এক বহুতলের বাসিন্দা। ছেলে, বউমা ও নাতিকে নিয়ে তাঁদের সংসার। চলতি মাসের ৩ তারিখ বাবা-মাকে রেখে স্ত্রী ও ছেলেকে নিয়ে পুরী গিয়েছিলেন দম্পতির ছেলে। বুধবার সকালে ফিরেছেন তাঁরা। 

Advertisement

[আরও পড়ুন: সরকারি হাসপাতাল থেকে উধাও বিচারাধীন বন্দি, প্রশ্নের মুখে পুলিশি নিরাপত্তা]

জানা গিয়েছে, বাড়ির সদস্যরা আজ সকালে এসে কোনও শব্দ না পাওয়ায় অন্য চাবি দিয়ে ঘর খুলতেই ঝুলন্ত দেহ দেখতে পান। দেহে পচন ধরেছিল বলে খবর। মিলেছে সুইসাইড নোটও। সেখানে দম্পতি দাবি করেছেন, তাঁদের মৃত্যুর জন্য কেউ দায়ী নন। এমনকী, বাড়ির কোন চাবি কোথায় রয়েছে তাও সুইসাইড নোটে স্পষ্ট করে লেখা রয়েছে। পুলিশের প্রাথমিক ধারনা, মানসিক অবসাদেই আত্মঘাতী হয়েছেন ওই প্রবীণ দম্পতি। তবে ময়নাতদন্তের রিপোর্ট না আসা পর্যন্ত পুলিশের তরফে কোনও প্রতিক্রিয়া দেওয়া হবে না। 

[আরও পড়ুন: ‘অভিষেক বন্দ্যোপাধ্যায় কে? আমাদের নেতা?’, সাংবাদিকদের পালটা প্রশ্ন জ্যোতিপ্রিয়র]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement