Advertisement
Advertisement

কালীঘাট মন্দিরের সামনে ১০ টাকার বখরা নিয়ে রক্তারক্তি কাণ্ড, গুরুতর জখম বৃদ্ধা

১ জনকে গ্রেপ্তার করেছে কালীঘাট থানার পুলিশ।

Elderly beggar attacked by another beggar for just 10 rupees in Kalighat
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:July 23, 2018 10:42 am
  • Updated:July 23, 2018 10:42 am  

অর্ণব আইচ: দশটা টাকা। সেই টাকার বখরা নিয়ে রক্তারক্তি কাণ্ড কালীঘাট মন্দিরের সামনে। গুরুতর জখম এক বৃদ্ধা ভিক্ষুক। একজনকে গ্রেপ্তার করেছে কালীঘাট থানার পুলিশ। আহত বৃদ্ধাকে হাসপাতালে ভরতি করেন পুলিশ আধিকারিকরাই।

[টানা বর্ষণে বিপর্যস্ত কলকাতা, বৈঠকখানা বাজারে বাড়ি ভেঙে মৃত ২]

Advertisement

কালীঘাট মন্দিরের কাছে ভিক্ষার আশায় সার দিয়ে বসে থাকেন বহু ভিক্ষুক। পুজো দিয়ে ফেরার পর পথে ভিক্ষুকদের টাকা দেন পুণ্যার্থীরা। শনি ও মঙ্গলবার মন্দিরে ভিড় একটু বেশিই হয়। বাড়তি রোজগারের আশায় ভোর থেকে কালীঘাট মন্দিরের আশেপাশে ভিক্ষুকদের ভিড়ও বাড়ে। গত শনিবারও তার ব্যতিক্রম হয়নি।  গুরুতর জখম ওই বৃদ্ধার নাম কণিকা সর্দার। পেশার কারণে কলকাতায় থাকেন।  তাঁর আদি বাড়ি দক্ষিণ ২৪ পরগনার ক্যানিং-এ। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, শনিবার ভোরে যখন কালী টেম্পল রোডে এক দর্শনার্থীর কাছ থেকে টাকা চান কণিকাদেবী, তখন তাঁর পাশে ছিলেন আরও এক ভিক্ষুক তাপস পাণ্ডা। ওই ব্যক্তি একটি দশ টাকার  বের করলে দু’জনই চান। কিন্তু,  কণিকাদেবীর হাতেই টাকা দিয়ে চলে যান তিনি। এরপরই শুরু হয় গণ্ডগোল। ওই বৃদ্ধার দাবি, তাঁকেই টাকা দিয়েছেন ওই ব্যক্তি। অতএব টা্কা তাঁর। কিন্তু, তাপসও নাছোড়। তিনি বলেন, অন্তত ৫ টাকা দিতেই হবে। কষ্টার্জিত টাকার ভাগ দিতে রাজি হননি কণিকাদেবী।

ঘটনার সময়ে যাঁরা ছিলেন, তাঁদের অভিযোগ, কণিকা সর্দারের উপর চড়াও হন তাপস। ওই বৃদ্ধাকে মেরে রাস্তায় ফেলে দেন তিনি। কালীঘাট থানার পুলিশ যখন ঘটনাস্থলে পৌঁছয়, তখন ওই বৃদ্ধার মাথা থেকে গলগল করে রক্ত পড়ছে। তাঁকে নিয়ে যাওয়া হয় কালীঘাট থানায়। সেখান থেকে এসএসকেএম হাসপাতাল। ওই বৃদ্ধার মেয়েকেও খবর দেয় পুলিশ। হাসপাতালের বেডে শুয়েই অভিযুক্ত তাপস পাণ্ডার বিরুদ্ধে এফআইআর করে কণিকা সর্দার। তাঁকে গ্রেপ্তার করে জিজ্ঞাসাবাদ করছেন কালীঘাট থানার পুলিশ আধিকারিকরা। এদিকে কণিকা দেবী এখন অনেকটাই সুস্থ বলে জানা গিয়েছে।

[ পায়ে থাকবে ফুটবল, সমাজের ছুঁতমার্গ ভাঙতে ময়দানে সোনাগাছির মেয়েরা]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement