Advertisement
Advertisement
হালিশহরের পুরপ্রধান

বিজেপিতে গুটখার গন্ধ! তৃণমূলে ফিরলেন হালিশহরের চেয়ারম্যান-সহ ৮ কাউন্সিলর

হালিশহর পুরসভা পুনর্দখল করল তৃণমূল, দাবি ফিরহাদ হাকিমের৷

Eight councillor of Halisahar Municipality retuned to TMC from BJP
Published by: Sayani Sen
  • Posted:July 9, 2019 3:17 pm
  • Updated:July 9, 2019 7:33 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: তৃণমূলে ফিরলেন হালিশহরের পুরপ্রধান অংশুমান রায় এবং ৮ জন কাউন্সিলর৷ মঙ্গলবার সকালে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দেখা করেন তাঁরা৷ আবারও ঘাসফুল শিবিরে ফিরতে চান বলেই জানান পুরপ্রধান এবং কাউন্সিলররা৷ এরপর সাংবাদিক বৈঠক করে আনুষ্ঠানিকভাবে তাঁদের দলে ফেরার কথা জানান ফিরহাদ হাকিম৷ বিজেপি আতঙ্ক ছড়িয়ে দলবদলে বাধ্য করেছে বলেই অভিযোগ ফিরহাদ হাকিমের৷ ‘ঘরওয়াপসি’র জেরে পুরবোর্ড পুনর্দখল করল তৃণমূল৷ 

[ আরও পড়ুন: রাহুলের পথে হেঁটে প্রদেশ কংগ্রেস সভাপতির পদ ছাড়লেন সোমেন মিত্র]

দিনকয়েক আগে হালিশহরের পুরপ্রধান অংশুমান রায়-সহ ১২ জন কাউন্সিলর দিল্লিতে গিয়েছিলেন৷ বিজেপিতে যোগ দিতেই রাজধানীতে তাঁরা গিয়েছিলেন বলেই জল্পনা মাথাচাড়া দিয়েছিল৷ তবে জল্পনা যে মিথ্যা নয়, সাংবাদিক বৈঠক করে সেকথাই জানালেন ফিরহাদ হাকিম৷ দলবদলের পর মঙ্গলবার সকালে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দেখা করেন হালিশহরের পুরপ্রধান এবং ৮ জন কাউন্সিলর৷ তাঁরা আবারও তৃণমূলে ফিরে আসার কথাও জানান৷ সাংবাদিক বৈঠক করে পুরমন্ত্রী জানান, হালিশহরের পুরপ্রধান এবং কাউন্সিলরদের দলবদল করতে বাধ্য করে গেরুয়া শিবির৷ তাঁর কথায়, ‘‘কারও কারখানা ভেঙে দেওয়ার কিংবা কারও ছেলের প্রাণহানির হুমকি দিয়ে বিজেপিকে যোগদান করানো হয়েছে৷ এঁরা বিজেপি-তে গিয়ে ছটফট করছিল। ওই গেরুয়া ফ্ল্যাগ, গুটখার গন্ধে অতিষ্ঠ হয়েই ফিরে এসেছেন।’’

Advertisement

[ আরও পড়ুন: গান পয়েন্টে দশম শ্রেণির ছাত্রীকে লাগাতার ধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার শিক্ষক]

ভাটপাড়া-সহ রাজ্যের বিভিন্ন প্রান্তে রাজনৈতিক হিংসার জন্য বিজেপিকে দায়ী করেছেন ফিরহাদ হাকিম৷ তিনি বলেন, ‘‘দলের শীর্ষ নেতৃত্বের কাছে শুধুমাত্র স্কোর বাড়ানোর জন্য মানুষের ইচ্ছার বিরুদ্ধে গিয়ে বাইকবাহিনী-গুন্ডাবাহিনী নিয়ে সন্ত্রাস তৈরি করছে বিজেপি৷ মিস্টার রায় আর মিস্টার সিং দিল্লির নেতাদের কাছে স্কোর বাড়াচ্ছেন। তবে এরপর যদি সন্ত্রাস করে, তাহলে অর্জুন বাহিনী থাকবে জেলে৷’’ লোকসভা নির্বাচনের পর থেকে দলবদলের জেরে ক্রমশই ক্ষমতা বৃদ্ধি হচ্ছে বিজেপির৷ এই পরিস্থিতিতে তৃণমূল নেতাদের ‘ঘরওয়াপসি’ কিছুটা হলেও ঘাসফুল শিবিরে অক্সিজেনের মতো কাজ করবে বলেই মত রাজনৈতিক মহলের৷

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement