Advertisement
Advertisement
Partha Chatterjee

বদলাতে পারে উচ্চমাধ্যমিকের একটি পরীক্ষার দিন! শিক্ষামন্ত্রীর কথায় জল্পনা তুঙ্গে

খুব শীঘ্রই মাধ্যমিকের রুটিন প্রকাশ হবে বলে জানান পার্থ চট্টোপাধ্যায়।

Education Minister Partha Chatterjee requested not to take HS exam in 30 June ।Sangbad Pratidin
Published by: Sayani Sen
  • Posted:December 26, 2020 4:01 pm
  • Updated:December 26, 2020 4:06 pm  

দীপঙ্কর মণ্ডল: কোন দিন কোন পরীক্ষা হবে তা সরকারিভাবে জানিয়ে দিয়েছে উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ। তবে ৩০ জুন পরীক্ষায় আপত্তি রয়েছে খোদ শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের (Partha Chatterjee)। কারণ, ওইদিন হুল দিবস। আদিবাসীদের বড় উৎসব। তাই উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদকে ওইদিন পরীক্ষা না নেওয়ার অনুরোধ করবেন বলেই শনিবার সাংবাদিক বৈঠকে জানান শিক্ষামন্ত্রী।

২০২১ সালে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক (Higher Secondary) পরীক্ষা জুনে হবে বলে আগেই জানিয়েছিলেন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। গত বৃহস্পতিবার রুটিন প্রকাশ করে উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ। বিজ্ঞপ্তি অনুযায়ী ২০২১ সালের উচ্চমাধ্যমিক পরীক্ষা শুরু হবে ১৫ জুন থেকে। চলবে ৩০ জুন পর্যন্ত। সকাল ১০ টা থেকে দুপুর ১টা ১৫ পর্যন্ত হবে উচ্চমাধ্যমিক। নির্দিষ্ট সূচি অনুযায়ী ১৫ জুন হবে প্রথম ভাষার পরীক্ষা। যেমন- বাংলা, হিন্দি, নেপালি, ইংরেজি, উর্দু, সাঁওতালি, ওড়িয়া, তেলেগু, গুজরাটি ও পাঞ্জাবি। ১৭ জুন হবে দ্বিতীয় ভাষার পরীক্ষা। যেমন- ইংরাজি, হিন্দি, বাংলা, নেপালি, অলটারনেটিভ ইংরাজি। ১৮ জুন ভোকেশনাল বিষয়। ১৯ জুন হবে বায়োলজি, বিজনেস স্টাডি ও রাষ্ট্রবিজ্ঞান। ২১ জুন অঙ্ক, সাইকোলজি, অ্যানথ্রোপলজি, অ্যাগ্রোনমি ও ইতিহাস পরীক্ষা। ২২ জুন কম্পিউটার সায়েন্স, কম্পিউটার অ্যাপ্লিকেশন, ইভিএস, শারীর শিক্ষা, মিউজিক, ভিজুয়াল আর্টস।

Advertisement

[আরও পড়ুন: ‘জহরদাকে ফোনে না পেয়ে চলেই এলাম’, প্রয়াত অভিনেতার বাড়ি গিয়ে আমন্ত্রণ বিজেপির!]

২৪ জুন ফিলোজফি, সোসিওলজি, কর্মাসিয়াল ল ও প্রিলিমিনারি অডিট। ২৬ জুন নেওয়া হবে পদার্থবিদ্যা, পুষ্টিবিজ্ঞান, এডুকেশন, অ্যাকাউন্টেন্সি। ২৮ জুন রসায়ন, সাংবাদিকতা, অর্থনীতি, সংস্কৃত, পার্সি, আরবী ও ফরাসি পরীক্ষা। ৩০ জুন স্ট্যাটেস্টিক, ভূগোল, কস্টিং অ্যান্ড ট্যাক্সেসন, হোম ম্যানেজমেন্ট পরীক্ষা। ওই দিনের পরীক্ষাই উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদে বাতিলের আরজি জানানোর কথা বলেন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। এদিকে, কবে হবে মাধ্যমিক (Madhyamik) পরীক্ষা সে বিষয়ে সরকারিভাবে মধ্যশিক্ষা পর্ষদ রুটিন প্রকাশ করেনি। তবে উচ্চমাধ্যমিকের আগেই মাধ্যমিক পরীক্ষা নেওয়া হবে বলে জানা গিয়েছে। খুব শীঘ্রই মাধ্যমিকের রুটিন প্রকাশ হবে বলেই এদিন জানান পার্থ চট্টোপাধ্যায়।

[আরও পড়ুন: গত ২১ বছর তৃণমূলে থাকার জন্য ‘লজ্জিত’ শুভেন্দু, পালটা প্রতিক্রিয়া পার্থর]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement