Advertisement
Advertisement

Breaking News

Eden

সোশাল মিডিয়ায় বিশ্বকাপের টিকিটের খোঁজ, ৯০ হাজার টাকা খোয়ালেন ক্রিকেটপ্রেমী

বিশ্বকাপের টিকিট নিয়ে হাহাকার।

Eden ticket trap on social media: man looses 90 thousand rupees । Sangbad Pratidin
Published by: Sayani Sen
  • Posted:November 4, 2023 1:01 pm
  • Updated:November 4, 2023 1:12 pm  

অর্ণব আইচ: বিশ্বকাপের টিকিট নিয়ে হাহাকার। আর সেই সুযোগে অসাধু একদল ব্যক্তির বাড়বাড়ন্ত। ফেসবুকে টিকিটের খোঁজ করতে গিয়ে এক ব্যক্তি খোয়ালেন ৯০ হাজার টাকা। এখনও পর্যন্ত কলকাতায় টিকিট কালোবাজারির অভিযোগে ১৬ জনকে গ্রেপ্তার করা হয়েছে। উদ্ধার ৯৪টি টিকিট।

ঠিক কী হয়েছে? ফেসবুকে এক ব‌্যক্তি বিশ্বকাপে টিকিট বিক্রি করবে বলে বিজ্ঞাপন দেয়। ফাঁদে পা দেন অভিযোগকারী। তাঁর ইচ্ছা ছিল পাড়ার বেশ কয়েকজনের সঙ্গে খেলা দেখবেন। সে কারণে টিকিটের জন‌্য অনলাইনে ৯০ হাজার টাকা দেন। টাকা দেওয়ার পর দেখেন, ফেসবুক থেকে ওই পোস্ট তুলে নেওয়া হয়েছে। ওই ব‌্যক্তির সঙ্গেও যোগাযোগ করা যাচ্ছে না। এর পরই পুলিশকে বিষয়টি জানানো হয়।

Advertisement

[আরও পড়ুন: সন্ধ্যা নামলেই বাড়ির ছাদে বিকট শব্দ, ‘ভূতে’র উপদ্রবে কাঁটা গৃহস্থ]

যেখানে টিকিটের জন‌্য এত হাহাকার, সেখানে কীভাবে কালোবাজারে টিকিট বিক্রেতাদের হাতে টিকিট এসে পৌঁছচ্ছে, তা নিয়ে চলছে তদন্ত। তবে পুলিশ জেনেছে, মুম্বই থেকে শুরু করে ভিনরাজ‌্য থেকে অনেকেই বুকিং অ‌্যাপের মাধ‌্যমে টিকিট বুক করে রেখেছে। তাদের কাছ থেকে বেশি দাম দিয়ে কিউ আর কোড ও আইডি নম্বর কিনে নিচ্ছে টিকিট ব্ল‌্যাকাররা।
 
সেই কোড ও নম্বর ব‌্যবহার করে তারা কাউন্টার থেকে টিকিট সংগ্রহ করে প্রায় দশ গুণ দামে বিক্রি করছে কলকাতায় বিশ্বকাপের টিকিট। কালোবাজারির সঙ্গে বুকিং অ‌্যাপের ভূমিকা খতিয়ে দেখছেন ‘লালবাজার ইলেভেন।’’ যেহেতু লালবাজারের ১১ জন গোয়েন্দা এই ঘটনার তদন্ত করছেন, তাই এই টিমকে এই নামেই ডাকা হচ্ছে বলে জানিয়েছেন লালবাজারের আধিকারিকরা। 
[আরও পড়ুন: ডিকিতে থরে থরে সাজানো নোট! বাংলায় বিপুল টাকা-সহ যাত্রীবোঝাই গাড়ি আটকাল পুলিশ]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement