অর্ণব আইচ ও নিরুখা খাতুন: দু’জনেরই কোটি কোটি টাকার সম্পত্তি। বিপুল টাকা ব্যাংক অ্যাকাউন্টেও। দু’জনেরই সম্পত্তি পরিবারের লোকেদের নামে ও বেনামেও। নিয়োগ দুর্নীতির দুই অভিযুক্ত শান্তনু বন্দ্যোপাধ্যায় ও অয়ন শীলের বিরুদ্ধে একসঙ্গেই চার্জশিট দাখিল করল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। এর মধ্যে শান্তনুর দেড় কোটি ও অয়নের সাড়ে ১৩ কোটি টাকার সম্পত্তির হদিশ পেয়েছে ইডি। শান্তনুর বিরুদ্ধে ৫৮ দিন ও অয়নের বিরুদ্ধে ৫০ দিনের মধ্যেই ইডি সোমবার ১১৩ পাতার চার্জশিট দাখিল করে।
চার্জশিটে মোট সাক্ষীর সংখ্যা ৩৪। অয়নের বিরুদ্ধে সাক্ষী দিয়েছেন তাঁরই ছেলে অভিষেকের বান্ধবী উত্তরপাড়ার ইমন গঙ্গোপাধ্যায়। এছাড়াও চার্জশিটে বয়ান রয়েছে শান্তনু বন্দ্যোপাধ্যায়ের স্ত্রী প্রিয়াঙ্কা, অয়ন শীলের স্ত্রী কাকলি, ছেলে অভিষেক ও বান্ধবী শ্বেতা চক্রবর্তীর। চার্জশিটে স্পষ্ট ওএমআর কারচুপির কথা উল্লেখ রয়েছে। এছাড়াও চার্জশিটে ৩৪ জনের মধ্যে সাক্ষ্য দিয়েছেন অন্তত আটজন ইডি আধিকারিক, হুগলি ও কলকাতার চারটি রাষ্ট্রায়ত্ত এবং বেসরকারি ব্যাঙ্কের ম্যানেজার, ভূমি ও ভূমি রাজস্ব দপ্তরের তিন আধিকারিক, পরিবহন দপ্তরের আওতায় থাকা বারাকপুর ও হুগলির চুচূঁড়ার মোটরভেহিক্যালসের দুই আধিকারিক।
শান্তনু বন্দ্য়োপাধ্যায় ও অয়ন শীল ছাড়াও শান্তনুর সংস্থা ইভান কনট্রেড, দীপ ডেভেলপারস, অয়নের সংস্থা এবিএস ইনফোজন, শুক্লা সার্ভিস স্টেশন, ফসিলসের বিরুদ্ধে ইডি চার্জশিট দাখিল করেছে। চার্জশিটে উল্লেখ করা আছে যে, টেট ও শিক্ষাক-অশিক্ষক নিয়োগ দুর্নীতি ছাড়াও অয়ন শীল পুর দুর্নীতির মাধ্যমেও টাকা তুলেছেন। শুধু ১০০০ প্রাথমিক শিক্ষক প্রার্থীর কাছ থেকে তোলা হয়েছে ৪৫ কোটি টাকা। অয়নের ছেলে অভিষেক ও ছেলের বান্ধবী ইমনের বিপুল সম্পত্তির কথা ও উল্লেখ করা আছে। শান্তনুর হুগলির বলাগড়ের বাড়ি ও অয়নের সল্টলেক ও হুগলির বাড়িতে তল্লাশি চালানো হয়। হুগলির বিভিন্ন জায়গায় শান্তনু বন্দ্যোপাধ্যায়ের ১৪টি সম্পত্তির হদিশ মিলেছে, যার মোট পরিমাণ ১ কোটি ৮ লাখ ৭৬ হাজার ৮৪০ টাকা।
এর মধ্যে বেশিরভাগই শান্তনুর স্ত্রী প্রিয়াঙ্কা ও তাঁর সংস্থার নামে। শুধু নিলয় মল্লিক ও সুপ্রতিম ঘোষের নামে রয়েছে চারটি সম্পত্তির মালিকানা। একটি বেসরকারি ব্যাংকে শান্তনুর নামে তিনটি, তাঁর সংস্থা ইভান কনট্রেডের নামে দু’টি, দ্য স্পুন রেস্তরাঁ ও ধাবার নামে দু’টি মিলিয়ে মোট সাতটি অ্যাকাউন্টে ৪৭ লাখ ৯৪ হাজার ৬১০ টাকার হদিশ মিলেছে। স্ত্রী প্রিয়াঙ্কার নামে রয়েছে ইভান কনক্রেড, ক্যানভাস, দীপ ডেভেলপারস ও রেনেসা কনস্ট্রাকশন নামে তিনটি সংস্থা।
অয়ন শীল পাঁচটি জমি স্ত্রী কাকলি, ছেলে অভিষেক, বান্ধবী শ্বেতার নামে ৩ কোটি ৭৬ লাখ ২৬ হাজার ১৫৩ টাকা দিয়ে কিনেছেন। অয়নের সংস্থা এবিএস ইনফোজোন চুঁচূড়ার এবিএস টাওয়ারে কুড়িটি ফ্ল্যাট অয়নই কেনেন ৬ কোটি ২৮ লাখ ৭ হাজার ৩৯১ টাকা দিয়ে। অয়ন ও তাঁর পরিজনের ১৩টি ব্যাংক অ্যাকাউন্টে ১ কোটি ৩ লাখ ৭৮ হাজার ১৫৫ টাকা, ২১টি সংস্থায় ২২ লাখ টাকার শেয়ারের হদিশ মিলেছে। স্ত্রী কাকলি, বান্ধবী শ্বেতা ও সংস্থার নামে চারটি গাড়ির হদিশ মিলেছে, যার পরিমাণ ৬৩ লাখ ৬৫ হাজার ৬৫২ টাকা। মোট অস্থাবর সম্পত্তির পরিমাণ ১ কোটি ৯০ লাখ ৩১ হাজার ৯৬৪। অয়নের মোট স্থাবর ও অস্থাবর সম্পত্তির পরিমাণ ১৩ কোটি ৫১ হাজার ৩৬ লাখ ৯৫৮ টাকা বলে জানিয়েছে ইডি।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.