অর্ণব আইচ: জাল পাসপোর্ট কেলেঙ্কারির জট খুলতে বাংলা নতুন বছরের প্রথম দিন থেকেই সক্রিয় হয়ে উঠল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। মঙ্গলবার সকাল থেকে রাজ্যজুড়ে তল্লাশিতে নামল ইডি। সূত্রের খবর, কলকাতার বেকবাগান থেকে উত্তর ২৪ পরগনার বিরাটি, নদিয়ার গেদে-সহ মোট আট জায়গায় একযোগে শুরু হয়েছে তল্লাশি। তদন্তকারীদের বিশেষ নজরে এজেন্টরা, যাদের মাধ্যমে ভুয়ো পাসপোর্ট তৈরি করানো হয়েছিল। তাদের সংযোগ কতদূর, তা জানতে মরিয়া ইডি আধিকারিকরা।
গত মাসেই জাল ভুয়ো পাসপোর্ট কাণ্ডের তদন্ত শেষ করে চার্জশিট জমা দিয়েছিল লালবাজারের গোয়েন্দা দপ্তর। ১৩০ পাতার চার্জশিটে বলা হয়, অভিযুক্ত ১৩০ জনের মধ্যে ১২০ জনই বাংলাদেশি। তাঁদের সকলে এখনও পলাতক। বাকি ১০ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। অভিযুক্তদের অন্যতম প্রাক্তন পুলিশ অফিসার আবদুল হাই। এছাড়াও চার্জশিটে নাম ছিল বহুচর্চিত সমরেশ বিশ্বাস ও তাঁর ছেলে রিপন বিশ্বাস-সহ আরও তিনজনের।
এদিকে, ইডিও বিষয়টি নিয়ে তদন্ত শুরু করে। রাজ্যের বিভিন্ন প্রান্তে বাংলাদেশি অনুপ্রবেশকারীরা গ্রেপ্তার হওয়ার পর থেকেই তদন্তকারীদের নজরে তাদের পাসপোর্টগুলি। দেখা যায়, বেশিরভাগই জাল। মোটা টাকার বিনিময়ে সীমান্ত এলাকাগুলিতে ভুয়ো নথি ব্যবহার করে পাসপোর্ট তৈরি হয়েছিল। যেসব এজেন্টরা এই কাজ করতেন, তাঁদেরই মূলত স্ক্যানারের আওতায় এনে তদন্ত শুরু করে ইডি। মঙ্গলবার ইডি আধিকারিকরা এ বিষয়ে আরও তথ্যপ্রমাণ জোগাড়ের জন্য সকাল থেকে তল্লাশি শুরু করে। সূত্রের খবর, বিরাটিতে যে ব্যক্তির বাড়িতে তল্লাশি চলছে, তিনি সদ্যই বিদেশ থেকে ফিরেছেন। তাঁর পাসপোর্ট জাল কি না, কোন নথির ভিত্তিতে তা তৈরি হয়েছে, ওই ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ করে এসব জানার চেষ্টা করছেন তদন্তকারীরা। প্রয়োজনে তাঁকে গ্রেপ্তার করে নিজেদের হেফাজতে নিয়ে জেরা হতে পারে। সবমিলিয়ে ভুয়ো পাসপোর্ট কাণ্ডের কিনার করতে তৎপরতা বাড়াল ইডি।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.